Logo
Logo
×

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫

আশরাফুলের দৃষ্টিতে বাংলাদেশের ‘ভুল’

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দুবাইয়ে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করা বাংলাদেশ দল শুক্রবার রাতে চার্টার্ড বিমানে উড়াল দিয়েছে পাকিস্তানে। নাজমুল হোসেন শান্তরা কাল বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে দুবাই থেকে পাকিস্তানের বিমান ধরেন। সেখানে দুদিন অনুশীলনের সুযোগ পাবে দল। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ছয় উইকেটে হেরে সেমিফাইনালের দৌড় থেকে অনেকটাই দূরে সরে গেছেন নাজমুলরা। সোমবার নিউজিল্যান্ড এবং বৃহস্পতিবার স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে গ্রুপপর্বে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে হলে দুটি ম্যাচেই জিততে হবে বাংলাদেশকে। দুবাইয়ের উইকেট কিছুটা বাংলাদেশের অনুকূলে ছিল। কিন্তু টপঅর্ডারের ব্যাটিং ব্যর্থতা তাওহিদ হৃদয়ের সেঞ্চুরিতেও ঢাকা পড়েনি। ব্যাটিংয়ে হতাশা বাংলাদেশের চিরকাল। এবার পাকিস্তানের ব্যাটিং সহায়ক উইকেটে নাজমুল হোসেন শান্তরা কী করেন, সেটাই দেখার। ভারতের বিপক্ষে একাদশ নিয়ে সমালোচনা হচ্ছে। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেছেন, একাদশ নির্বাচনে ভুল ছিল। তিনি বলেন, ‘ম্যাচের শুরুতেই ভুল। এই ম্যাচের জন্য যে একাদশ সাজানোর প্রয়োজন ছিল সেটা হয়নি।’ মাহমুদউল্লাহ ও নাহিদ রানা কেন একাদশে ছিলেন না, এ নিয়ে প্রশ্ন উঠেছে। টিম কম্বিনেশনের কারণেই নাকি তাদের বাদ পড়া। চ্যাম্পিয়ন্স ট্রফির ‘এ’ গ্রুপে বাকি তিন দলকেই দুবাই গিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে হবে। এটা কিছুটা চ্যালেঞ্জিং হয়ে যায়। ভারত তাদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে। এই গ্রুপে দুটি ম্যাচ হয়েছে। একটি করে জিতেছে ভারত ও নিউজিল্যান্ড।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম