Logo
Logo
×

বাজেট ২০২৪-২৫

ব্যাগেজ রুলে পরিবর্তন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ জুন ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রস্তাবিত বাজেটে বিদেশ থেকে আসা যাত্রীদের মালামাল আনার ক্ষেত্রে নিয়মকানুনে (ব্যাগেজ রুল) কিছুটা পরিবর্তন আনা হয়েছে। বাজেটে এ বিষয়ে অর্থমন্ত্রী কিছু নীতিমালা তুলে ধরেছেন। ব্যাগেজ রুল বিধিমালা ১২ বছর বা এর চেয়ে বেশি বয়সের যাত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য। আকাশ, জল ও স্থলপথ সব ক্ষেত্রে এ বিধিমালা কার্যকর হবে। বিধিমালা অনুযায়ী, ২৪ ক্যারেটের স্বর্ণালংকার আনা যাবে না। এই ক্যারটের স্বর্ণালংকার আনলেই দিতে হবে বাড়তি কর। ২২ ক্যারেট বা তার নিচের ক্যারেটের স্বর্ণালংকার ১০০ গ্রাম পর্যন্ত আনা যাবে। এতে কোনো কর দিতে হবে না। এই সুবিধা কোনো যাত্রী বিদেশ থেকে যতবারই আসবেন ততবারই পাবেন। ১২ বছরের কম বয়সিরা ব্যাগেজ সুবিধায় স্বর্ণালংকার, স্বর্ণবার, মদ-সিগারেট আনতে পারবে না। অন্যদিকে যাত্রীর সঙ্গে আনা হয়নি এমন ব্যাগেজ (ইউ-ব্যাগেজ) শুল্কছাড় সুবিধা পাবে না। এ ধরনের ব্যাগেজে আনীত পণ্যভেদে শুল্ককর পরিশোধ করতে হবে। এই নীতিমালার আওতায় যাত্রীরা ব্যবহৃত সর্বোচ্চ ২টি মোবাইল ফোন শুল্ককর পরিশোধ ছাড়া আমদানি করতে পারবেন। একটি মোবাইল ফোন শুল্ক পরিশোধ সাপেক্ষে আমদানি করতে পারবেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম