
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ১২:৫৯ এএম
রাউজানে প্রকৌশলীকে কুপিয়ে হত্যা
কেরানীগঞ্জ লৌহজং টেকনাফ সাভার ও সাতক্ষীরায় ৫ খুন * ফরিদগঞ্জ তিতাস ও মান্দায় আরও চার লাশ উদ্ধার

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
চট্টগ্রামের রাউজানে পারিবারিক কলহের জেরে এক প্রকৌশলীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ডেকোরেটর ব্যবসায়ী, সাভারে নৈশপ্রহরী, মুন্সীগঞ্জের লৌহজংয়ে যুবক, কক্সবাজার টেকনাফে গৃহবধূ এবং সাতক্ষীরায় কৃষক খুন হয়েছেন। এদিকে চাঁদপুরের ফরিদগঞ্জ, কুমিল্লা তিতাস ও নওগাঁর মান্দায় আরও চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। সোম, মঙ্গল ও বুধবার এসব ঘটনা ঘটে। যুগান্তর প্রতিনিধিরা জানান : রাউজানে জমি নিয়ে বিরোধের জেরে নুরুল আলম বকুল নামে এক প্রকৌশলীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় হলদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তিতা গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, জমি নিয়ে বকুল ও তার মা শহিদা বেগমের দ্বিতীয় ঘরের সন্তানদের মধ্যে ঝগড়া হয়। এ সময় সৎভাই দিদার আলম, নাজিম উদ্দিন, মুন্নি আকতার মিলে তাকে দা, কুড়ালসহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটে পড়েন। পরে স্থানীয়রা বকুলকে প্রথমে উপজেলা হাসপাতাল এবং পরে চমেক হাসপতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কেরানীগঞ্জে জরিপ আলী নামে এক ডেকোরেটর ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ইকুরিয়া মিনার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, ইকুরিয়া মিনার মসজিদের সামনে সালিশ চলাকালে দুই গ্রুপের লোকজনের মধ্যে উত্তেজনা হয়। একপর্যায়ে একপক্ষ বাঁশ দিয়ে জরিপ আলীর ওপর আঘাত করে। সাভারে মো. রুবেল নামে এক নৈশপ্রহরীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ১১টায় পৌর এলাকার বাঁশপট্টি মহল্লায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রুবেল বরিশাল জেলার নুর মোহাম্মদ খলিফার ছেলে। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. হরনাথ সরকার অর্নব বলেন, রুবেলের মুখে গভীর ক্ষত রয়েছে। সেটা বুলেটের ক্ষত বলে জানান তিনি। একই দিন রাজাশন এলাকা থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লৌহজংয়ে মেয়েকে কটাক্ষের প্রতিবাদ করতে গিয়ে হাতাহাতির ঘটনায় বাবা এমএ বাক্কার নিহত হয়েছেন। বাক্কার সাতঘরিয়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার সাতঘরিয়া মোড় রাস্তার পাশে এই হাতাহাতির ঘটনা ঘটে। নিহতের মেয়ে জথী জানান, ‘তোফায়েল আহাম্মেদ ওরফে জামাল সাতঘরিয়া রাস্তার মোড়ে আমার সঙ্গে কুরুচিপূর্ণ কথাবার্তা ও খারাপ আচরণ করেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তোফায়েল আমার বাবাকে কিলঘুসি ও ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। পরে সদর হাসপাতালে নিলে চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।’ টেকনাফের খারাংখালী এলাকায় ভাসুরের হাতে জান্নাত আরা নামে এক গৃহবধূ খুন হয়েছেন। জান্নাত আরা ওই এলাকার ইসমাইল প্রকাশ মিরকিসের স্ত্রী। বুধবার সকালে বাড়ির উঠোনে রশিতে কাপড় শুকানো নিয়ে কথা কাটাকাটির জেরে ভাসুর ইব্রাহীম প্রকাশ লুতার ছুরিকাঘাতে জান্নাত আরা নিহত হন। ফরিদগঞ্জে তাহমিনা আক্তার মিনা ও সাবিনা আক্তার নামে দুই নারীর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। তাহমিনা ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পোয়া গ্রামের প্রবাসী রাসেলের স্ত্রী এবং সাবিনা সুবিদপুর পূর্ব ইউনিয়নের উভরামপুর গ্রামের আব্দুল কাদিরের মেয়ে। তিতাসে খোকন মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে দাউদকান্দি থানা পুলিশ। মঙ্গলবার বিকালে জিয়ারকান্দি ব্রিজের নিচ থেকে পুলিশ এসে লাশ উদ্ধার করে। খোকন দুর্গাপুর গ্রামের হক মিয়ার ছেলে। মান্দায় আব্দুল জব্বার নামে মধ্যবয়স্ক এক ব্যক্তির গলাকাটা অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১টায় ভোলাগাড়ি গ্রামের তালপুকুড়িয়া বিলের একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জব্বার পার্শ্ববর্তী এলাঙ্গা গ্রামের মৃত ফজর আলীর ছেলে। সাতক্ষীরায় ধানখেতে পানি দেওয়াকে কেন্দ্র করে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার বেলা দেড়টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ধুলিহর সানাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মো. আনারুল ইসলাম সদর উপজেলার ধুলিহর সানাপাড়া গ্রামের মৃত আমির আলীর ছেলে। এ ঘটনায় গ্রেফতাররা হলেন-বালুইগাছা গ্রামের সুরেশ পাল ওরফে সুরেশ খোড়ার ছেলে লক্ষণ পাল ও তার স্ত্রী নমিতা পাল।