Logo
Logo
×

বাংলার মুখ

সাহসে সংগ্রামে অটুট যুগান্তর

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যুগান্তরের রজতজয়ন্তী উপলক্ষ্যে সারা দেশে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচি থেকে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে যুগান্তরের প্রকাশক যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। বক্তারা বলেন, যুগান্তর সত্যের সন্ধানে নির্ভীক। যুগান্তর প্রতিনিধিরা জানান :

সত্য ও ন্যায়ের পক্ষে যুগান্তর : ব্রাহ্মণবাড়িয়ায় যুগান্তরের স্টাফ রিপোর্টার মো. ফজলে রাব্বির পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন। বক্তব্য দেন জেলা সিভিল সার্জন মো. নোমান মিয়া, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, জামায়াতে ইসলামীর জেলা আমির মোবারক হোসেন আকন্দ। বক্তারা বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে যুগান্তর।

মানুষের কল্যাণে কাজ করছে যুগান্তর : দাগনভূঞায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও সম আজহারুল ইসলাম। স্বজন সমাবেশের সভাপতি কাজী ইফতেখারুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন থানার সেকেন্ড অফিসার রোকন উদ্দিন, বিআরডিবি চেয়ারম্যান নজির আহাম্মদ, উপজেলা জামায়াতের সাবেক আমীর নুর নবী দুলাল। শুভেচ্ছা বক্তব্য দেন যুগান্তর প্রতিনিধি মো. আবু তাহের। ইউএনও বলেন, যুগান্তর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ যুগান্তর : রাঙামাটিতে স্বজন সমাবেশে জেলা শাখার সভাপতি এম কামাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন যুগান্তর প্রতিনিধি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. শামসুল আলম। বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ যুগান্তর।

যুগান্তরের ভূমিকা গণমানুষের পক্ষে : গাইবান্ধায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুগান্তরের জেলা প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল ও সাদুল্লাপুর প্রতিনিধি সোলায়মান সরকার। সভাপতিত্ব করেন সাংবাদিক গোবিন্দলাল দাস। বক্তারা বলেন, যুগান্তরের ভূমিকা গণমানুষের পক্ষে।

সাহসে সংগ্রামে অটুট যুগান্তর : ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক মনতোষ কুমার দে। প্রধান শিক্ষক স্বপ্না গোমেজের সভাপতিত্বে বক্তব্য দেন অ্যাডভোকেট আবু তোরাব মানিক, প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী। বক্তারা বলেন, যুগান্তর সাহসের সংগ্রামে অটুট।

লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি যুগান্তর : পঞ্চগড়ে স্বজন সমাবেশের সভাপতি মো. সোহরাব হোসেন সোহাগের সভাপতিত্বে আলোচনা সভা হয়েছে। বক্তব্য দেন আকবর আলী হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ এবায়দুল্ল্যাহ, হাফেজ মো. ফিরোজ আলী, খোশবাজার আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো. হকিকুল ইসলাম, যুগান্তর প্রতিনিধি এসএ মাহমুদ সেলিম প্রমুখ। বক্তারা বলেন, যুগান্তর কখনই তার লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি।

মানবতার কথা বলে যুগান্তর : রায়পুরে যুগান্তর প্রতিনিধি তাবারক হোসেন আজাদের পরিচালনায় সভা হয়েছে। বক্তব্য দেন, রায়পুরের হায়দরগঞ্জ টিআরএম কামিল মাদ্রাসার প্রভাষক মাহমুদুল হাসান, পির ফজলুল্লাহ মারকাজুত্তাহফিজ এতিমখানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো. শামিম। বক্তারা বলেন, যুগান্তর মানবতার কথা বলে।

সত্যের সন্ধানে নির্ভীক যুগান্তর : পাহাড়তলীতে যুগান্তর প্রতিনিধি নুরুল কবির দুলালের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক মো. নুরুল কবির। সাংবাদিক মেজবাহ উদ্দিন খালেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুরুল আলম মঞ্জু। বক্তারা বলেন, সত্যের সন্ধানে নির্ভীক যুগান্তর।

কেক কাটা ও আলোচনা সভা : হোমনায় যুগান্তর প্রতিনিধি মো. আবদুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও ক্ষেমালিকা চাকমা। অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের, এএসপি মো. আবদুল করিম, ওসি মো. জাবেদ উল ইসলাম, উপজেলা জামাতের আমির সাইদুল হক। দুমকীতে সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান। স্বাগত বক্তব্য দেন যুগান্তর প্রতিনিধি মো.সহিদুল ইসলাম। দুমকী প্রেস ক্লাবের সভাপতি মো. আবুল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ওসি মো. জাকির হোসেন, যুগান্তরের স্টাফ রিপোর্টার আল-আমিন মিরাজ, উপজেলা বিএনপির সহসভাপতি মো. ফারুক হোসেন হাওলাদার, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান। দাউদকান্দিতে যুগান্তর প্রতিনিধি আলী হোসেন বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদপত্রের এজেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী। বক্তব্য দেন সাংবাদিক সেলিম আহমেদ প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম