Logo
Logo
×

বাংলার মুখ

শিক্ষার্থীদের উদ্যোগ

কলাপাড়ায় রমজান মাসে এক টাকায় ইফতার বাজার

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শিক্ষার্থীদের জমানো টাকায় কলাপাড়ায় রমজান মাসজুড়ে শুরু হয়েছে এক টাকায় ইফতার বিক্রি বাজার। দরিদ্র ও শ্রমজীবী মানুষের সুবিধার্থে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী এ ইফতার বিক্রির কার্যক্রম শুরু করেছে। আর এতে খুশি নিু আয়ের মানুষ। আয়োজকরা বলেন, রমজান মাসজুড়ে প্রতিদিন এক টাকায় ইফতার বিক্রি করা হবে। এ ইফতার বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও রবিউল ইসলাম। জানা যায়, রোববার প্রথম রমজান থেকে বিকাল পাঁচটার পর কলাপাড়া পৌর শহরের মনোহর পট্রিতে বসে এ প্রতীকী এক টাকার ইফতার বাজার। দুপুরের পর আমরা কলাপাড়াবাসী সংগঠনের সদস্যরা নিজেরা প্যাকিং শুরু করে। এ সংগঠনের সব সদস্যই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বছরজুড়ে তাদের জমানো টাকা দিয়ে গত পাঁচ বছর ধরে রমজানে এ এক টাকায় ইফতার বিক্রির বাজার চালু করে।

এক টাকার ইফতার বাজার ইফতার ক্রয় করতে আসা মুসল্লিরা বলেন, বাজারে ইফতারের অনেক দাম। তাদের মতো স্বল্প আয়ের মানুষের জন্য সব পদ ক্রয় করা অসম্ভব। এক টাকায় এতো সব পদ ক্রয় করতে পেরে তারা খুশি। আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম বলেন, সদস্যরা করোনার শুরু থেকে করোনা আক্রান্ত মানুষের সহায়তা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, শীতকালে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম