মেঘালয় পাহাড়ে ফের বাংলাদেশি শ্রমিক নিহত
আট মাসে প্রাণ গেছে ১৬ জনের

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ভারতের মেঘালয় পাহাড়ের গহিনে চোরাচালানের কয়লা আনতে গিয়ে বুধবার কোয়ারি ধসে রজব আলী নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। তিনি তাহিরপুরের সীমান্তবর্তী গ্রাম লাকমা পশ্চিমপাড়ার মৃত সমশের আলীর ছেলে। জানা গেছে, উপজেলার চারাগাঁও সীমান্তের আওয়াল মিয়া, সংসার পাড়ের ইউনিয়ন যুবদল নেতা হাবিবুর রহমান হবি, শফিকুল ইসলাম ভৈরব্যা, নওমুসলিম দিপকসহ বেশ কয়েকজনের অধীনে মঙ্গলবার মধ্যরাতে সীমান্ত পার হয়ে চোরাচালানের কয়লা আনতে যান রজব আলী। বুধবার কোয়ারি ধসে রজব আলী নিহত ও কয়েকজন আহত হন। টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের টুআইসি বলেন, ভারতে কয়লা আনতে গিয়ে কোয়ারি ধসে রজব আলী নিহত হয়েছেন। গত ৮ মাসে রজব আলীসহ কমপক্ষে ১৬ শ্রমিক মেঘালয় পাহাড়ের গহিনে চোরাচালানের কয়লা আনতে গিয়ে নিহত হয়েছেন।