Logo
Logo
×

অটোটেক

প্রতিযোগিতার চাপে মার্সিডিজ-বেঞ্জের কর্মী ছাঁটাই

Icon

মিরাজুল ইসলাম

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জার্মান গাড়ি নির্মাতা মার্সিডিজ-বেঞ্জ চীনে তাদের কর্মী সংখ্যা ১৫ শতাংশ পর্যন্ত কমানোর পরিকল্পনা করছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানিটি মূলত অর্থায়ন ও বিক্রয় বিভাগে কর্মী ছাঁটাই করছে, যার প্রভাব মার্সিডিজ-বেঞ্জ অটোমোবাইল ফাইন্যান্স কোং এবং বেইজিং মার্সিডিজ-বেঞ্জ সেলস সার্ভিস কোং-এর কর্মীদের ওপর এর প্রভাব পড়বে। মার্সিডিজ-বেঞ্জ ইতোমধ্যে এ প্রক্রিয়া শুরু করেছে এবং চুক্তিভিত্তিক অনেক কর্মীর চুক্তি নবায়ন করা হয়নি। চলতি মাসে ছাঁটাই আরও দ্রুতগতিতে সম্পন্ন করা হবে বলে জানা গেছে। যদিও কোম্পানিটি প্রতিযোগিতামূলক বাজার ও ব্যবসার পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত নিয়েছে, যদিও সংবাদমাধ্যমের কাছে তারা কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। গত সপ্তাহে মার্সিডিজ-বেঞ্জ নতুন খরচ কমানোর পরিকল্পনা ঘোষণা করে। কোম্পানির সাম্প্রতিক কৌশলে বৈদ্যুতিক গাড়ির তুলনায় পেট্রোল ও ডিজেলচালিত গাড়ির সংখ্যা বাড়ানোর দিকেই বেশি জোর দেওয়া হয়েছে। ২০২৫ সালে সম্ভাব্য আয় হ্রাসের শঙ্কায় তারা এ ধরনের পদক্ষেপ নিচ্ছে। ইউরোপীয় গাড়ি নির্মাতারা বর্তমানে উচ্চ উৎপাদন ব্যয় ও চীনের বৈদ্যুতিক গাড়ি বাজারের তীব্র প্রতিযোগিতার সম্মুখীন। ফলে মার্সিডিজ-বেঞ্জসহ অন্যান্য কোম্পানি বিভিন্ন কারখানা বন্ধ ও ব্যাপক কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে। বিশেষজ্ঞদের মতে, চীনের স্বল্পমূল্যের বৈদ্যুতিক গাড়ি বাজারে আধিপত্য বিস্তার করায় ইউরোপীয় কোম্পানিগুলো কঠিন সময় পার করছে। মার্সিডিজ-বেঞ্জের এ কর্মী ছাঁটাই বৈশ্বিক অটোমোবাইল শিল্পের ক্রমবর্ধমান চ্যালেঞ্জের প্রতিফলন। বাজারের পরিবর্তিত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে কোম্পানিগুলো টিকে থাকার কৌশল নির্ধারণ করছে, যা ভবিষ্যতে শিল্পের গতিপথকেও প্রভাবিত করবে।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম