Logo
Logo
×

অটোটেক

পরামর্শ

গাড়ি হঠাৎ বন্ধ হয়ে গেলে

Icon

জাকির হোসেন সরকার

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গাড়ি নিয়ে রাস্তায় বের হয়েছেন, নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন। হঠাৎ করে বন্ধ হয়ে গেল এবং কিছুতেই আর স্টার্ট নিচ্ছে না। কী করবেন? ঘাবড়ানোর কিছু নেই। প্রথমেই গাড়িটিকে নিউট্রাল করে কারও সাহায্য নিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, গাড়ির স্টার্টার মোটর বিগড়ে যাওয়ার কারণে গাড়ি আর স্টার্ট নিতে চায় না। তাই স্টার্টার মোটরের কারণে রাস্তায় গাড়ি বন্ধ হয়ে গেলে একটি ছোটখাটো লোহার দণ্ড দিয়ে স্টার্টার মোটরের যে অংশটি ইঞ্জিনের সঙ্গে যক্ত করা থাকে, সে স্থানটিতে আস্তে আস্তে আঘাত করতে হবে। এ কাজটি করার সময় নিজে বা অন্য কারও সাহায্য নিয়ে চাবি দিয়ে নিয়মিত ইঞ্জিন স্টার্ট করে যেতে হবে। পুশ স্টার্ট সিস্টেমের গাড়ি হঠাৎ বন্ধ হয়ে গেলে রিমোট কি মনিটরের কাছে রেখে পুশ করতে হবে। রিমোট কি পুশ বাটনে লাগিয়ে আস্তে করে পুশ করেও অনেক সময় গাড়ি স্টার্ট করা যায়। আরেকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, সেটি হলো, গাড়ি চালানোর সময় অবশ্যই গাড়ির ড্যাশ রোর্ডে থাকা ইঞ্জিন হিট মিটারটি নজরে রাখতে হবে। লং ড্রাইভে গাড়ি চালানোর সময় হিটিং মিটারের কাটা যদি সি এবং এফের মাঝামাঝি থেকে ওপরে উঠে যায়, তাহলে বুঝতে হবে গাড়ির ইঞ্জিন বেশি গরম হয়ে গেছে। সুতরাং, গাড়ির ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে গেলে গাড়িটিকে কোনো গাছের ছায়াতলে বা ঠান্ডা কোনো স্থানে পার্ক করে অপেক্ষা করতে হবে। গাড়ির ইঞ্জিন ঠান্ডা করে আবারও গাড়ি চালাতে হবে; তা না হলে আপনাকে গাড়ি নিয়ে ঝামেলায় পড়তে হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম