Logo
Logo
×

অটোটেক

টেসলা সাইবারক্যাব

রোবোট্যাক্সি চলবে ক্যামেরা কম্পিউটার প্রযুক্তিতে

Icon

অটোটেক ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

টেসলা সাইবারক্যাব

বহুল প্রতীক্ষিত রোবোট্যাক্সি বাজারে আনছে টেসলা। যার নাম দেওয়া হয়েছে সাইবারক্যাব। সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় ব্রাদার্স স্টুডিওতে ‘উই, রোবট’ ইভেন্টে সাইবারক্যাব নামে স্বয়ংক্রিয় এ গাড়ির প্রোটোটাইপ উন্মোচন করেন টেসলা প্রধান ইলন মাস্ক। ক্যামেরা ও কম্পিউটার প্রযুক্তির সহায়তায় রাস্তায় চলবে এ সাইবারক্যাব। দারুণ ডিজাইন আর উন্নত প্রযুক্তির এ সাইবারক্যাব কিনতে ক্রেতাদের গুনতে হবে প্রায় ৩০ হাজার ডলার। ২০২৬ সালের মধ্যে গাড়িটির উৎপাদন শুরু হতে পারে।

ক্যালিফোর্নিয়ার ওয়ার্নার ব্রাদার্স স্টুডিও। অধীর অপেক্ষায় টেসলা ভক্তরা। প্রতীকী রোবট নিয়ে হাজির ইলন মাস্ক। এর কিছুক্ষণ পরই এলো বহুল প্রতীক্ষিত টেসলার রোবোট্যাক্সি। প্রজাপতির মতো ডানা মেলে মাস্ককে বরণ করে নিল গাড়িটি।

টেসলার নতুন রোবোট্যাক্সিতে মাত্র দুটি আসন থাকবে। গাড়িটির দুটি দরজা প্রজাপতির পাখার মতো খুলবে। তবে প্রচলিত স্বয়ংক্রিয় গাড়িগুলোর সঙ্গে এর পার্থক্য রয়েছে। ক্যামেরা ও কম্পিউটার শক্তি কাজে লাগিয়ে গাড়িটি রাস্তায় চলাচল করবে। অন্যান্য স্বচালিত গাড়িতে লিডার নামের লেজারভিত্তিক সেন্সর ব্যবহৃত হয়। তবে রোবোট্যাক্সি চলবে ক্যামেরা প্রযুক্তিতে।

সাইবারক্যাবে টেসলার তৈরি ‘ফুল সেলফ-ড্রাইভিং’ সফটওয়্যার থাকতে পারে। ফলে চালক ছাড়াই গাড়িটি চলতে পারবে। এ ছাড়া এতে স্টিয়ারিং হুইল ও পেডেলের মতো সাধারণ গাড়ির ফিচারগুলো থাকবে না। কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকসের নানা সুবিধাও যুক্ত করা হতে পারে এতে।

ইলন মাস্ক বলেছেন, স্বচালিত গাড়িগুলো মানবচালিত গাড়ির তুলনায় ১০-২০ গুণ বেশি নিরাপদ হবে এবং প্রতি মাইলের খরচ দশমিক ২০ ডলারে নেমে আসতে পারে, যেখানে শহরের বাসের খরচ প্রতি মাইল ১ ডলার। মাস্ক আরও বলেন, এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। গাড়িটি জীবন বাঁচাবে, অনেক জীবন এবং আঘাতও প্রতিরোধ করবে। গাড়ির চার্জিং হবে ইন্ডাক্টিভ, লাগবে না কোনো প্লাগ।

তিনি বলেন, আমরা স্বয়ংক্রিয় ড্রাইভিংয়ে চলে যাব। আপনি গাড়িতে উঠে ঘুমিয়ে পড়তে পারেন এবং যখন গন্তব্য আসবে আপনি তখন জেগে উঠবেন।

স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম রোবটচালিত এ সাইবারক্যাব ট্যাক্সি ভাড়া নিতে পারবেন যাত্রীরাও। অনুষ্ঠানে সাইবারক্যাবের পাশাপাশি, রোবোভ্যান নামে আরও একটি স্বয়ংক্রিয় বৈদ্যুতিক গাড়ির কথা জানান ইলন মাস্ক। যা একসঙ্গে ২০ জন যাত্রী পরিবহনে সক্ষম। পাশাপাশি তুলে ধরা হয় টেসলার অপটিমাস হিউম্যানয়েড রোবটের কথাও।

২০২৩ সালের মধ্যে রোবোট্যাক্সি বাজারে আনার পরিকল্পনা থাকলেও নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। এরপরত চলতি বছরের এপ্রিলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক জানিয়েছিলেন, টেসলার তৈরি রোবোট্যাক্সি বাজারে আসবে আগামী ৮ আগস্ট। কিন্তু এ দিনেও নিজেদের তৈরি রোবোট্যাক্সি উন্মোচন করতে পারেনি টেসলা। অবশেষে গতকাল রোবোট্যাক্সি উন্মোচন করেছে কোম্পানিটি।

বিশ্লেষকরা বলছেন, বৈদ্যুতিক গাড়িশিল্পের জন্য একটি বড় পদক্ষেপ হলো টেসলার এ রোবোট্যাক্সি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম