Logo
Logo
×

অটোটেক

চুরি হওয়া ফেরারি খুঁজে দিল এয়ারপড!

Icon

অটোটেক ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অ্যাপলের এয়ারপডের মাধ্যমে খোঁজ মিলল চুরি হয়ে যাওয়া পাঁচ কোটি টাকা দামের ফেরারি গাড়ি। যুক্তরাষ্ট্রের কানেক্টিকাট অঙ্গরাজ্যের গ্রিনউইচ শহরে ঘটেছে এ চুরির ঘটনা। পার্কিং থেকে চুরি হয়ে যায় এক যুবকের ৫ কোটি টাকা দামের ব্র্যান্ড নিউ ২০২৩ মডেলের ফেরারি গাড়ি। সেই হারিয়ে যাওয়া গাড়ি খুঁজে দিয়েছে অ্যাপলের পড। মূলত কানেক্টিকাটের গ্রিনউইচ বেশ নিরিবিলি এক শহর। জনসমাগমও কম। সেখানেই ঘটেছে এ চুরির ঘটনা। নিজের ব্র্যান্ড নিউ গাড়িটি পার্ক করার সময় ওই যুবক কোনোভাবেই আঁচ করতে পারেননি কী ঘটতে চলেছে। আচমকাই গাড়ি নিয়ে উধাও হয়ে যায় চোর। পরে তার গাড়ি কীভাবে উদ্ধার করবেন তা ভাবতে গিয়ে দিশেহারা যুবক। হঠাৎ মনে পড়ে যায় তার সাধের আইপড দুটি রয়ে গেছে গাড়িতে। সঙ্গে সঙ্গে তার মাথায় আসে এক আইডিয়া। আসলে অ্যাপলের ‘ফাইন্ড মাই’ ফিচারটি বহুদিন ধরেই ইউজারদের মুগ্ধ করে চলেছে। তিনি সেটি ব্যবহার করেই দেখতে পান গাড়িটির অবস্থান। পরে একটি গ্যাস স্টেশনে এয়ারপডের অবস্থান শনাক্ত করা হয়। সেই গ্যাস স্টেশন থেকেই উদ্ধার করা হয় ফেরারি গাড়িটি। গাড়ি ফিরে পেয়ে উৎফুল্ল ওই যুবক। তবে এ প্রথম ফিচার এমন কাণ্ড ঘটাল তা নয়। ডিভাইস যে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে তা প্রমাণ হয়েছে আগেও। অ্যাপলের এ ধরনের প্রযুক্তির জয়জয়কার হয়ে চলেছে বহুদিন ধরেই। আবারও তা নিজের ‘ক্ষমতা’ জাহির করে চমকে দিল সবাইকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম