Logo
Logo
×

অটোটেক

রোবোট্যাক্সি আসছে চূড়ান্ত হল দিনক্ষণ

Icon

অটোটেক ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কবে আসবে রোবোট্যাক্সি? দেখতে কেমন হবে? দীর্ঘদিন থেকে টেসলাপ্রেমীদের মনে এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। একের পর এক তারিখ পিছিয়ে এবার অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে বিশ্ববাসীর। রোবট্যাক্সি বাজারে আনার দিনক্ষণ জানাল মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। টেসলা জানিয়েছে, চলতি বছরের আগামী ১০ অক্টোবরই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে রোবট্যাক্সিটি উন্মোচন করা হবে। সে মতে বিভিন্ন গণমাধ্যম ও ব্যক্তিদের কাছে রোবোট্যাক্সি উন্মোচন অনুষ্ঠানের আমন্ত্রণপত্রও পাঠানো হয়েছে। অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে ‘উই রোবট’। পরিকল্পনা মতো ২০২৩ সালের মধ্যে রোবোট্যাক্সি বাজারে আনতে পারেনি টেসলা। গত এপ্রিলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক জানিয়েছিলেন, টেসলার তৈরি রোবোট্যাক্সি বাজারে আসবে আগামী ৮ আগস্ট। সে তারিখও পিছিয়ে যায়। টেসলার তথ্যমতে, স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম রোবটচালিত রোবোট্যাক্সি গাড়িটি ট্যাক্সি হিসাবে ভাড়া করা যাবে। যাত্রীরা স্মার্টফোনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে গাড়িটি ভাড়া করতে পারবেন। বৈদ্যুতিক গাড়ি শিল্পের জন্য টেসলার রোবোট্যাক্সিকে বলা হচ্ছে বড় একটি পদক্ষেপ। এ ধরনের গাড়ির গতি নিয়ন্ত্রণ নিয়ে নিরাপত্তাজনিত উদ্বেগ থাকায় এত দিন আটকে আছে এ প্রকল্প। তাই এমন গাড়ির ব্যবহার নিয়ন্ত্রক সংস্থাগুলোর পর্যবেক্ষণের মধ্যে আছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম