Logo
Logo
×

অটোটেক

মিতসুবিশি আউটল্যান্ডার স্পোর্ট

Icon

অটোটেক ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জাপানি মোটর গাড়ি নির্মাতা মিতসুবিশি দেশের বাজারে এনেছে নতুন প্রজন্মের এসইউভি ‘আউটল্যান্ডার স্পোর্ট’। সম্প্রতি ঢাকায় মিতসুবিশি মোটরস বাংলাদেশের শোরুমে এক সংবাদ সম্মেলনে প্রিমিয়াম স্টাইল, আরামদায়ক ও আধুনিক প্রযুক্তিসম্পন্ন মিতসুবিশি আউটল্যান্ডার স্পোর্ট গাড়ি প্রদর্শন করা হয়। নতুন প্রজন্মের মিতসুবিশি আউটল্যান্ডার স্পোর্ট গাড়িটির সবচেয়ে এক্সাইটিং ফিচার হলো এর ৪টি বিশেষ ড্রাইভিং মোড, যা বাংলাদেশের আবহাওয়া ও রাস্তার অবস্থা বিবেচনা করে ডিজাইন করা হয়েছে। এতে আছে ৮ ইঞ্চির সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। টাচ স্ক্রিনসহ সুবিশাল ১২.৩ ইঞ্চির ইনফোটেইনমেন্ট সিস্টেমটিতে আছে অ্যানড্রোয়েড অটো, অ্যাপেল কার প্লে, নেভিগেশনসহ সর্বাধুনিক সব প্রযুক্তি। সেফটি ফিচারস হিসাবে ৬টি এসআরএস এয়ারব্যাগসহ থাকছে এবিএস, ইবিডি, এএসসি, ব্লাইন্ড স্পট ওয়ার্নিং, আরসিটিএ প্রযুক্তি। পিচ্ছিল রাস্তার জন্য আছে এওয়াইসি ফিচার। আরও আছে টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, ওয়ারলেস চার্জারসহ একাধিক চার্জিং পোর্ট, ইলেকট্রনিক পার্কিং ব্রেক ও পার্কিং সেন্সর, রিয়ারভিউ ক্যামেরা ইত্যাদি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র‌্যানকন আটো ডিভিশন ১-এর ডিভিশনাল ডিরেক্টর, শোয়েব আহমেদ; র‌্যাংগস লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার, মোহাম্মদ হামদুর রহমান সাইমন; র‌্যানকন অটো ডিভিশন ১-এর ডিভিশনাল হেড অব মার্কেটিং মোহাম্মদ ফাহিম হোসেন; র‌্যানকন আটো ডিভিশন ১-এর ডিভিশনাল হেড অফ ফাইনান্স, সালেহ আহমেদ; জেনারেল ম্যানেজার ও হেড অব সাপ্লাই চেন, এএফএম মুশফিকুর রহমান এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও ডেপুটি হেড অব প্রাইভেট সেলস, মেহেরুন নেসা ফারুক সোনিয়া।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম