Logo
Logo
×

অটোটেক

টিপস

স্কুটারে বেশি মাইলেজ পেতে

Icon

অটোটেক ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্কুটারে বেশি মাইলেজ পেতে

দিন দিন বাড়ছে স্কুটারের জনপ্রিয়তা। আমাদের দেশেও দুই চাকার এ বাহনটির ওপর নারীরা ভরসা রাখেন বেশি। তবে ব্যবহারকারীদের অভিযোগ, স্কুটার ভালো মাইলেজ দেয় না। কিন্তু স্কুটার চালানোর সময় একটি ভুল করে থাকেন অধিকাংশ চালক, যার ফলে মাইলেজ কমে যায়।

স্কুটারে সাধারণত গিয়ার থাকে না। থাকে না ফুট ব্রেক ও ক্লাচ। সাইকেলে যেমন দুই হাতে ব্রেক ব্যবহার করতে হয় ঠিক তেমনই স্কুটি দুই হাত চেপে ব্রেক কষতে হয়। যেহেতু সারাক্ষণ হাতের আঙুল ব্রেকেই থাকে তাই ক্রমাগত ব্রেক কষার প্রবণতা দেখা যায় চালকদের মধ্যে। ঠিক সেই সময় অনেক মানুষ অ্যাক্সালেটরও ব্যবহার করে। বিশেষজ্ঞদের মতে, যেকোনো যানবাহন চালানোর ক্ষেত্রে সবচেয়ে বাজে প্রবণতা এটি।

স্কুটারের ব্রেকে আঙুল চেপে রাখার পাশাপাশি এ অভ্যাস ইঞ্জিনের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এ পরিস্থিতিতে ইঞ্জিনের ক্লাচ প্লেট দ্রুত শেষ হয়ে আসে। যার ফলে আপনার স্কুটি বেশি তেল খেতে শুরু করে। একটি স্কুটার মূলত কমবেশি ৪০ কিলোমিটার বা তার বেশিই মাইলেজ দিয়ে থাকে। কিন্তু এ ভুল উপায় অবলম্বন করার ফলে বাস্তবে মাইলেজ এসে দাঁড়ায় ৩০ থেকে ৩৫ কিলোমিটারে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম