বৃষ্টি বদলে দিতে পারে ভেন্যু
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বৃষ্টির চোখ রাঙানিতে এশিয়া কাপের সুপার ফোরের সব ম্যাচ কলম্বো থেকে সরে যেতে পারে। পাল্লেকেলেতে শনিবার ভারত-পাকিস্তান মহারণ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর টনক নড়েছে আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি)। পাল্লেকেলেতে আজ ভারত-নেপাল ম্যাচেও বাগড়া দিতে পারে বৃষ্টি। বর্ষা মৌসুমে শ্রীলংকার আবহাওয়া ক্রিকেটের জন্য মোটেও অনুকূল নয়। গত পাঁচদিনে পাল্লেকেলের চেয়েও বেশি বৃষ্টি হয়েছে কলম্বোয়। গ্রুপপর্বের লড়াই শেষে আগামী বুধবার সুপার ফোরের প্রথম ম্যাচটি হবে পাকিস্তানের লাহোরে। এরপর সুপার ফোরের বাকি পাঁচ ম্যাচ ও ফাইনাল হওয়ার কথা কলম্বোর পেমাদাসা স্টেডিয়ামে।
এশিয়া কাপের কলম্বো পর্ব শুরু হওয়ার কথা ৯ সেপ্টেম্বর। ওই সময় কলম্বোতে তুমুল বৃষ্টির পূর্বাভাস থাকায় অন্য ভেন্যুতে ম্যাচ সরিয়ে নেওয়ার কথা ভাবছে এসিসি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, কলম্বোর ম্যাচগুলো সরে যেত পারে শ্রীলংকার তুলনামূলক কম বৃষ্টিপ্রবণ অঞ্চল ডাম্বুলায়। এসিসির বিকল্প ভেন্যুর তালিকায় পাল্লেকেলেও রয়েছে। তবে পাল্লেকেলেতে বৃষ্টির সম্ভাবনা থাকায় সুপার ফোরের ম্যাচগুলোর জন্য ডাম্বুলা সেরা বিকল্প। ভেন্যু বদলের ব্যাপারে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এসিসি।