
প্রিন্ট: ২৮ এপ্রিল ২০২৫, ০৭:২১ পিএম

আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
বর্তমান প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী সামিয়া নাহি। অনেক জনপ্রিয় নাটকে তিনি অভিনয় করেছেন। পাশাপাশি কাজ করেছেন সিনেমায়ও। সম্প্রতি এ অভিনেত্রীর বাবা মারা গেছে বলে জানা গেছে। খবরটি নিশ্চিত করে নাহি বলেন, ‘৮ এপ্রিল ভোর পাঁচটায় আমার বাবা মো. আবুল কাশেম ভূঁইয়া মারা যান। তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। দুবছর আগে একবার বাবা স্ট্রোক করেছিলেন। শেষ সময়ে এসে আব্বুর শরীরে প্লাটিলেট কমে যায়। চিকিৎসা করানোর পূর্ণ প্রস্তুতি ছিল আমাদের। কিন্তু আব্বু আর হাসপাতালে যাওয়ার সময়টা দিলেন না। তার আগেই চলে গেলেন।’ সামিয়া নাহি আরটিভিতে প্রচারচলতি সনজিত সরকারের ধারাবাহিক ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’ ধারাবাহিকেও নিয়মিত অভিনয় করছেন। এ ছাড়া তাকে সর্বশেষ দেখা গেছে বদিউল আলম খোকনের পরিচালনায় ‘দায়মুক্তি’ সিনেমায়।