
প্রিন্ট: ১৩ এপ্রিল ২০২৫, ০৯:৪৫ এএম

আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
নাটকের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। ঈদের তৃতীয় দিন টেলিভিশনে প্রচার হয় তার অভিনীত নাটক ‘নিহারকলি’। নাটকটি করতে গিয়ে নতুন অভিজ্ঞতাও অর্জন করেন হিমি। প্রচারের পর থেকেই প্রশংসা পাচ্ছেন। একটি মাহুত পরিবারের গল্পে নাটকটি নির্মাণ করেন ফজলুল হক। এতে একটি হাতির সঙ্গে অভিনয় করতে হয়েছে এ অভিনেত্রীকে। সে অভিজ্ঞতা জানিয়ে হিমি বলেন, ‘শুটিংয়ের আগে থেকেই আমি খুব এক্সাইটেড ছিলাম। কেননা এর আগে কখনো হাতির পিঠে উঠিনি। তাই সেটে গিয়েই হাতির পিঠে উঠে দেখেছি কেমন লাগে।’ হিমির বরাবরই পশুপাখির প্রতি ভালোবাসা বেশি। তিনি বলেন, ‘পশুপাখিদের নিয়ে নাটকগুলো যে শুধু পেশার জায়গা থেকে করি তা কিন্তু নয়। নিজেদের উদ্যোগেও করা হয়। এটা মূলত পশুপাখির প্রতি ভালোবাসা থেকে। কেননা ফানি কনটেন্ট অনেক করা হয়। এর মধ্যে দু-একটা ব্যতিক্রম কাজ করি যাতে পশুপাখির প্রতি মানুষের উদারতা বাড়ে।’