Logo
Logo
×

আনন্দ নগর

এফডিসির এমডি অপসারণের দাবিতে অটল বৈষম্যবিরোধীরা

Icon

রিয়েল তন্ময়

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক হিসাবে সদ্য নিয়োগ পেয়েছেন মাসুমা রহমান তানি। তাকে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দোসর দাবি করে অপসারণের জন্য ৭২ ঘণ্টার আলটিমেটাম দেয় ‘বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি’ নামের একটি সংগঠন। ২৩ ফেব্রুয়ারি এফডিসি প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেয় সংগঠনটি। এরই মধ্যে তাদের বেঁধে দেওয়া সময় ফুরিয়ে গেলেও আসেনি কোনো পরিবর্তন। নিজ থেকে এখনো সরে যাননি এফডিসির এমডি বা সরকার থেকেও তাকে করা হয়নি অপসারণ। নিয়মিতই তিনি অফিস করছেন বলেও জানা যায়। এরই মধ্যে একাধিক মিটিংও করেছেন। এদিকে বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির পক্ষ থেকে বলা হয়েছিল, তাদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে এমডিকে অপসারণ না করা হলে, কঠোর আন্দোলনে যাবেন তারা। তাহলে এখন কি পদক্ষেপ নিচ্ছে এ সংগঠনটি? এ বিষয়ে জানতে চাইলে সংগঠনের আহ্বায়ক ও চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘আমরা এখন নতুন কর্মসূচির কথা ভাবছি। বিষয়টি নিয়ে আমাদের নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে।’ বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির উপদেষ্টা এবং অভিনেতা, পরিচালক ও প্রযোজক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বলেন, ‘যেহেতু তথ্য উপদেষ্টা পরিবর্তন হয়েছে, তাইএমডি নিয়োগের বিষয়ে তাকে অবহিত করার জন্য স্মারকলিপি পেশ করা হবে এবং আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করার জন্য সংগঠনের নেতারা তাদের বিভিন্ন ধরনের কর্মসূচি চালিয়ে যাবেন। শিগ্গির সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের সব কর্মসূচি নিয়ে বিস্তারিত জানানো হবে। আমরা এ বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘এফডিসির উচিত ছিল সিনেমার উন্নয়নে কাজ করা। সেখানে এফডিসি কর্তৃপক্ষ ব্যস্ত রয়েছেন ব্যবসা নিয়ে। আর এখানে (এফডিসি) এমন একজনকে এমডি হিসাবে পাঠানো হয়েছে যিনি অনভিজ্ঞ। আমরা সিনেমার উন্নয়নে এখানে অভিজ্ঞ কাউকে চাই। যে সিনেমার উন্নয়নে কাজ করতে পারবে।’

এদিকে এফডিসির ব্যবস্থাপনা পরিচালককে ঘিরে চলচ্চিত্র পরিচালকদের মধ্যেও একটি বিভাজন লক্ষ করা গেছে। বিষয়টি তারা স্বীকার না করলেও, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। চলচ্চিত্র পরিচালকদের একটি দল যখন এমডি অপসারণে আলটিমেটাম দেয়, তার একদিন পরই ২৫ ফেব্রুয়ারি চলচ্চিত্র পরিচালকদের অন্য একটি দল (যারা ফ্যাসিস্টের দোসর বলে খ্যাত, যার স্বপক্ষে প্রমাণও আছে) ফুল নিয়ে শুভেচ্ছা জানান নতুন এমডিকে। সে সময় ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৩-২৪ মেয়াদের মহাসচিবের দায়িত্বে থাকা শাহীন সুমন। এ দলে আরও ছিলেন অপূর্ব রানা, হাবিবুল ইসলাম, মিজানুর রহমান লাবু প্রমুখ। এমডিসির এমডিকে অপসারণে পরিচালক, প্রযোজকদের দেওয়া আলটিমেটামের মধ্যেই কেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন এমন প্রশ্নে শাহীন সুমন গণমাধ্যমে বলেন, ‘সিনেমার ভেতরে রাজনৈতিক মতাদর্শে আমরা মোটেও বিশ্বাস করি না। নিয়োগপ্রাপ্ত এমডি আমাদের চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যনির্বাহী পরিষদের সম্মানিত একজন সদস্য। তিনি আমাদের মানুষ হওয়াতেই আমরা তাকে শুভেচ্ছা ও শুভকামনা জানাই। এখানে ভিন্ন কোনো উদ্দেশ্য নেই আমাদের।’ পরিচালকদের একটি দল এমডিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর বিষয়ে জানতে চাইলে পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘সবাই এক হবে না এটাও স্বাভাবিক। সবার অধিকার আছে তাদের মতামত নেওয়ার। তবে আমাদের কথা একটাই, একজন যোগ্য লোককে এর প্রধান হিসাবে নিয়োগ দিতে হবে।’ এদিকে বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেন এমডি মাসুমা রহমান তানি। তিনি বলেন, ‘আমি এখানে সিনেমার উন্নয়নে কাজ করতে এসেছি। সবার সহযোগিতা আমার প্রয়োজন, এটাই চাই আমি। কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই। উজ্জ্বল স্যার ও অন্য যারা রয়েছেন তাদের সহযোগিতা নিয়েই আমি কাজে মনোযোগি হতে চাই।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম