প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী অলংকার চৌধুরী। এরই মধ্যে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। কিছুদিন আগে তার অভিনীত ‘রুমকির সংসার’ নামে একটি নাটক প্রচারে আসে। এ নাটকে তার অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। আবার গেল দুই সপ্তাহ আগে অলংকারের নতুন মিউজিক ভিডিও ‘পাগলা পাগলী’ প্রচারে আসে। কলি সরকার ও আকাশ মাহমুদের গাওয়া এ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়ে বেশ সাড়া জাগিয়েছেন অলংকার। তিনি বলেন, ‘এর আগেও বামি মিউজিক ভিডিওতে অভিনয় করেছি। তবে পাগলা পাগলী গানটির মিউজিক ভিডিও মডেল হয়ে অবিশ্বাস্য রকম সাড়া পাচ্ছি।’ এদিকে আগামী ঈদ উপলক্ষ্যে অলংকার এরই মধ্যে একাদিক নাটকে অভিনয় করেছেন।