Logo
Logo
×

আনন্দ নগর

নতুন পুরোনো সিনেমা দেখেই সময় কাটছে : ববিতা

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নতুন পুরোনো সিনেমা দেখেই সময় কাটছে : ববিতা

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমায় খ্যাতিমান নায়িকা ববিতা। সিনেমার স্বর্ণালী দিনে তার অভিনয় জাদুতে মুগ্ধ হতেন দর্শক। ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমার পাশাপাশি নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। তার নামে আমেরিকায় ৫ আগস্ট পালিত হয় ‘ববিতা দিবস’। কাজের স্বীকৃতিস্বরূপ দেশ-বিদেশে পেয়েছেন অসংখ্য সম্মাননা।

বর্তমানে অভিনয় থেকে দূরে রয়েছেন এ অভিনেত্রী। একমাত্র ছেলে অনিকের সঙ্গে কানাডায় থাকা হয় বছরের বেশিরভাগ সময়। ছেলে ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা শেষ করে কানাডাতেই এখন চাকরি করছেন। এদিকে গত দুই মাস ধরে ঢাকাতেই অবস্থান করছেন ববিতা। সময় কাটছে সিনেমা দেখে। সিনেমার মানুষ অভিনয় থেকে দূরে থাকলেও, কোনো না কোনোভাবে সিনেমার সঙ্গে সম্পৃক্ততা রেখেছেন নিজেকে।

ববিতা বলেন, ‘দুই মাস হলো ঢাকায় আছি। কানাডা থেকে এসে এ মুহূর্তে আমি একাই বলা চলে। কিন্তু সময় কাটছে বেশ ব্যস্ততার মধ্যদিয়ে। নেটফ্লিক্সে পুরোনো দিনের সিনেমা দেখছি। ইংরেজি, হিন্দি, ভারতীয় বাংলা সিনেমা এবং বাংলাদেশের সিনেমা তো রয়েছেই। সিনেমা আমি প্রতিনিয়তই দেখি। মাঝে মাঝে এ সময়ে বেশ আলোচনায় এসেছে এমন সিনেমাও দেখি। তাতে সময় আমার ভালোই কেটে যায়। এ ছাড়াও ফুল পাখি নিয়ে তো আমার প্রতিদিনের ব্যস্ততা আছেই। সময় করে অনিকের সঙ্গে কথা বলতেই হয়। আছে আরও কিছু ব্যক্তিগত কাজ, সেসব আর নাইবা বলি। সবমিলিয়ে একা হলেও সময় কিন্তু বেশ ব্যস্ততাতেই কাটে।’

বাসায় একা থাকলেও খুব একটা যে অবসর তার, এমনও নয়। তিনি জানান, একা থাকলেও কিছ– না কিছু কাজ করেই বা সিনেমা দেখে ও সিনেমার মানুষদের সঙ্গে কথা বলে ব্যস্ততার মধ্য দিয়েই দিন পার করছেন তিনি। ববিতা বলেন, ‘প্রায়ই কথা হয় সিনেমার পুরোনো দিনের সহকর্মী অনেকের সঙ্গে। চেষ্টা করি সবার খোঁজ নিতে। তবে সিনেমার অনুষ্ঠানে তেমন যাওয়া হয় না।’

এদিকে কিছুদিন আগেই ববিতা জানিয়েছিলেন, ভালো স্ক্রিপ্ট ও চরিত্র পেলে তিনি অভিনয় করবেন। এরইমধ্যে বেশ কয়েকজন পরিচালকও তার সঙ্গে যোগাযোগ করেছেন, স্ক্রিপ্ট পাঠিয়েছেন। কিন্তু কোনো স্ক্রিপ্টই ভালো লাগেনি তার। যে কারণে আপাতত নতুন কোনো সিনেমাতেও দেখা যাচ্ছে না ববিতাকে। তবে আর অভিনয় করবেন না এমনটাও বলেননি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি কোনোদিন গল্প, চরিত্র খুব ভালো লেগে যায় এবং নির্মাতা যদি নিশ্চয়তা দেন, শতভাগ যত্ন নিয়ে সিনেমা নির্মাণ করব। হয়তো নতুন সিনেমাতে দেখাও যেতে পারে।’ উল্লেখ্য, ববিতাকে সর্বশেষ নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় দেখা গেছে। এটি ২০১৫ সালে মুক্তি পায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম