Logo
Logo
×

আনন্দ নগর

দ্বিতীয় সিনেমার অপেক্ষায় সাদিয়া

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দ্বিতীয় সিনেমার অপেক্ষায় সাদিয়া

নাটকের অভিনেত্রী সাদিয়া আয়মান। টিভি নাটকের পাশাপাশি ওটিটি কনটেন্টেও নিয়মিত কাজ করছেন। গত বছরে ‘কাজলরেখা’ নামে একটি সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। জানা গেছে, শিগ্গির দ্বিতীয় সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন এ অভিনেত্রী। এ প্রসঙ্গে সাদিয়া আয়মান বলেন, ‘নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। তবে এখনই এ নিয়ে বিস্তারিত বলতে চাই না। এটুকু বলতে পারি, মার্চ থেকেই শুটিং শুরু হবে।’ প্রথম সিনেমার পর একটু দেরিতেই দ্বিতীয় সিনেমায় যুক্ত হওয়ার কারণ জানিয়ে অভিনেত্রী আরও বলেন, ‘মাঝে একাধিক সিনেমার প্রস্তাব পেয়েছি, সব মসলাদার সিনেমা। তাই এতদিন করা হয়নি। আমার কাছে মনে হয়েছে কাজলরেখাকে ছাড়িয়ে যাবে এমন সিনেমায় অভিনয় করতে হবে। তাই অপেক্ষা করছিলাম। অবশেষে গত বছরের ডিসেম্বরে মনের মতো একটি গল্প পেলাম। সব ঠিক থাকলে সিনেমাটির কাজ শেষ করে চলতি বছরের শেষেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।’ এদিকে ওটিটি কনটেন্টের কাজ নিয়েও বেশ ব্যস্ত রয়েছেন সাদিয়া। ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে তার অভিনীত একাধিক কনটেন্ট। নতুন কাজ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘ওটিটির কাজ নিয়ে আগে থেকে কিছু বলা নিষেধ থাকে আমাদের। প্রযোজনা সংস্থা থেকে এসব বিষয় নিয়ে আলাদা প্ল্যান থাকে।’ এদিকে সাদিয়া সম্প্রতি অংশ নিয়েছিলেন রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালে। সেখানে তার অভিনীত প্রথম সিনেমা ‘কাজলরেখা’ প্রদর্শিত হয়। নিজে উপস্থিত থেকে দর্শকদের সঙ্গে সিনেমাটি বড় পর্দায় দেখেন অভিনেত্রী। সেখানকার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘উৎসবে স্ক্রিন, সাউন্ড সিস্টেম ও দর্শকের নীরবতা আমাকে যেন অন্য জগতে নিয়ে গিয়েছিল। সব মিলিয়ে দিনটি ভুলতে পারব না। এটা আমার জীবনের বড় অর্জন।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম