Logo
Logo
×

আনন্দ নগর

কথার যুদ্ধে বুবলীর ‘না’

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কথার যুদ্ধে বুবলীর ‘না’

নীরবতাই মুখ্য জবাব হতে পারে, সেটিই যেন আবারও জানিয়ে দিলেন ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী। তিনি নায়ক শাকিব খানের সাবেক স্ত্রী। তবে সম্প্রতি তাকে খোঁচা দিয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন শাকিব খানের প্রথম স্ত্রী (সাবেক) অপু বিশ্বাস।

এ প্রসঙ্গে সামাজিক মাধ্যমসহ মিডিয়াপাড়ায় বেশ কানাঘুষা হলেও নীরব ছিলেন বুবলী। শাকিবকে জড়িয়ে এ দুজনের কাদা ছোড়াছুড়ির বিষয়টি গত বছর বেশ সমালোচিত হয়। অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর বুবলীর হাত ধরেন শাকিব। তাই কোনোভাবেই অপু সেটা মানতে পারেননি। আজও সেই ক্ষোভ তার মধ্যে বিদ্যমান, সেটি তার বিভিন্ন উসকানিমূলক পোস্ট ও কথাতেই প্রমাণিত।

সর্বশেষ একটি অনুষ্ঠানে হাজির হয়েও বুবলীকে নিজের যোগ্য মনে করেন না বলেও মন্তব্য করেন অপু। তবে এ বিষয়ে এতদিন কোনো কথা বলেননি বুবলী। নীরব থাকলেও অবশেষে ফেসবুকে এক পোস্ট দেন এ অভিনেত্রী। যেখানে লেখেন, ‘ইন দ্য ফেস অব ননসেন্স, সাইলেন্স ইজ দ্য বেস্ট রিপ্লাই।’ যার অর্থ, ‘আজেবাজে মুখের সামনে নীরবতাই সেরা জবাব।’

এতে নায়িকা বুঝিয়ে দিলেন, আপাতত কথা নিয়ে যুদ্ধে জড়াতে চাইছেন না তিনি। এ বিষয়ে জানতে চাইলে বুবলী বলেন, ‘কিছু মানুষ থাকে যাদের নিয়ে কথা বলতেও রুচিতে বাধে।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম