জুটিবদ্ধ হলেন আদর ও দীঘি
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
নতুন একটি সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দীঘি। সিনেমার নাম ‘টগর’। পরিচালনা করছেন আলোক হাসান। এরই মধ্যে সিনেমাটির টিজার প্রকাশ হয়েছে। সেখানে দেখা গেছে, ছিন্ন-ভিন্ন মরদেহের মধ্যে ভয়ংকর এক ব্যক্তি একটি নিথর দেহ পা ধরে টেনে নিয়ে যাচ্ছে। পাশেই দাঁড়িয়ে ভয়ার্ত চোখে অসহায় দৃষ্টি মেলে তাকিয়ে আছে এক মেয়ে। মেয়েটি যখন দাঁড়ায়, তখন তার দিকে তেড়ে আসে একটি অস্ত্র, আর সেই অস্ত্র দিয়ে আক্রমণকারীর চরিত্রে থাকা পুরুষটি অস্ত্রধারীকেই কুপিয়ে মারে। প্রযোজনা সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে চট্টগ্রামে সিনেমাটির শুটিং শুরু হবে। এতে অভিনয় প্রসঙ্গে আদর আজাদ বলেন, ‘এই প্রথম এমন একটি চরিত্র করছি। চরিত্রটির মধ্যে তামিল কিংবা বলিউডের ভাইব কাজ করছে। এটা ভিন্ন কিছু হতে যাচ্ছে।’ দীঘি বলেন, ‘গল্পটা অসাধারণ। বাণিজ্যিক উপাদান ও চমক মিলিয়ে দারুণ কিছু হতে যাচ্ছে।’