প্রয়াত বারী সিদ্দিকী স্মরণে বিশেষ আয়োজন
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও বংশীবাদক বারী সিদ্দিকী। মূলত গ্রামীণ লোকসংগীত ও আধ্যাত্মিক ধারার গানের জন্যই তিনি জনপ্রিয়তা পেয়েছেন। তার গাওয়া ‘শুয়া চান পাখি’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘সাড়ে তিন হাত কবর’, ‘পুবালি বাতাসে’, ‘তুমি থাক কারাগারে’, ‘রজনি হইসনা অবসান’, ‘ওগো ভাবিজান নাও বাওয়া’, ‘মানুষ ধরো মানুষ ভজো’ প্রভৃতি গান এখনো শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়। মূলত কথাসাহিত্যিক ও চিত্রনির্মাতা হুমায়ূন আহমেদের প্রেরণায় নব্বইয়ের দশকে সংগীতজগতে প্রবেশ করেন বারী সিদ্দিকী। অল্পদিনেই বিরহ-বিচ্ছেদের মর্মভেদী গানের মধ্য দিয়ে সাধারণ মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নেন। ১৯৫৪ সালের ১৫ নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। ২০১৭ সালের ২৪ নভেম্বর মারা যান। প্রয়াত এ কিংবদন্তির স্মরণে বিশেষ আয়োজন করছে বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ। আগামীকাল সন্ধ্যায় রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরে বেগম সুফিয়া কামাল মিলনায়তনে তার স্মরণে স্মৃতিচারণ, গুণিজন সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী সালমা, নোলক বাবু, শফি মন্ডল, ফকির শাহাবুদ্দিনসহ আরও অনেকে।