Logo
Logo
×

আনন্দ নগর

দর্শককে ভিন্নতা দিতে চান মোশাররফ করিম

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দর্শককে ভিন্নতা দিতে চান মোশাররফ করিম

ছবি: সংগৃহীত

নাটক, সিনেমা ও ওয়েব কনটেন্টে নানামাত্রিক চরিত্রে দর্শকদের সামনে হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তবুও ভিন্ন চরিত্রে অভিনয়ের ক্ষুধা মেটেনি তার। এখনো চরিত্রের ভেরিয়েশন নিয়ে বারবার দর্শকদের সামনে হাজির হতে চান। নিজের অভিনয় সত্ত্বাকে টিকিয়ে রাখতে এটি খুবই দরকার বলেও মনে করেন এ অভিনেতা।

সম্প্রতি তার অভিনীত একটি ভৌতিক গল্পের ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে। এতে নতুন একটি চরিত্র নিয়ে হাজির হয়েছে এ অভিনেতা। মোশাররফ করিম বলেন, ‘প্রতিটি আলাদা চরিত্রই আমাকে টানে। বারবার নতুন চরিত্র নিয়ে দর্শকদের সামনে আসতে চাই। অভিনয় থেকে আনন্দ না পেলে সেটা শিল্প হয় না। ভিন্ন ভিন্ন রূপে ভক্তরা পছন্দ করে বলেই এভাবেই ফিরতে চাই বারবার।’

প্রথমবারের মতো ভৌতিক গল্পে অভিনয় প্রসঙ্গে এ অভিনেতা বলেন, ‘এ ধরনের ভৈৗতিক গল্প আমাকে সব সময়ই টানে। কিন্তু প্রস্তাব কম এসেছে। এবার যখন প্রস্তাব আসে, চরিত্রটি পছন্দ হয়ে যায়। তাই কাজ করতে রাজি হই। সব সময় ভক্তদের নতুন কিছু দেওয়ার তাগিদ থাকে।’

ভাইরাল ও ভিউয়ের দৌড়ে অধিকাংশ তারকাশিল্পী যেখানে মরিয়া, সেখানে মোশাররফ করিম জোর দেন চ্যালেঞ্জিং বিষয়ের ওপর। জনপ্রিয়তার কথা না ভেবে ভালো অভিনয় নিয়েই তার চিন্তা। তিনি বলেন, ‘আমার সব সময় চিন্তা থাকে চরিত্র নিয়ে। যে চরিত্রটি করছি তাতে অভিনয়ের জায়গা আছে কিনা, সেদিকে আমার মনোযোগ থাকে। চরিত্র পছন্দ না হলে সে কাজ করা কঠিন হয়ে যায়। আলোচনায় থাকতে আমি কাজ করি না। অভিনয়ে ছাড় দিতে পছন্দ করি না। তবে প্রতিকূল পরিস্থিতিতে কখনো ছাড় দিতে হয়, কিন্তু তখন আমার ভালো লাগে না। মন খারাপ হয়।’

নাটক ও ওয়েব কনটেন্টের পাশাপাশি এ অভিনেতা সিনেমা নিয়েও ব্যস্ত। শিগ্গির নতুন কাজ নিয়ে আলোচনায় বসবেন। সর্বশেষ কলকাতার ‘হুব্বা’ সিনেমায় দেখা যায় তাকে। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘বিলডাকিনী’, ‘চক্কর ৩০২’, ‘বৈদ্য’সহ একাধিক সিনেমা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম