অভিনেত্রী আফরোজা হোসেন মারা গেছেন।
রোববার ভোর ছয়টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২০২২ সালে জরায়ু ক্যানসার ধরা পড়ে আফরোজা হোসেনের। তা একপর্যায়ে মেরুদণ্ডের হাড়ে ছড়িয়ে পড়ে। চিকিৎসার জন্য তাকে ভারতেও নেওয়া হয়েছিল। গত বছরের শেষদিকে কিছুটা সুস্থ বোধ করেন তিনি। কিন্তু গত কয়েকমাস ধরেই আবার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়।
অবশেষে চিকিৎসাধীন অবস্থায় জীবনের কাছে হার মেনে চিরবিদায় নিতে হয় তাকে।
প্রসঙ্গত, মামুনুর রশীদের নির্মাণে ‘আনন্দ পাঠ আসর’ নামের একটি ধারাবাহিক নাটক দিয়ে অভিনয় শুরু করেন তিনি। এরপর অনেক নাটকেই তাকে পার্শ্বচরিত্রে দেখা গিয়েছে। এছাড়া ‘আবার বসন্তে’ নামে একটি সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।