দেশে ফিরেই একাধিক কাজের শুটিংয়ে হিল্লোল
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
![দেশে ফিরেই একাধিক কাজের শুটিংয়ে হিল্লোল](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/11/08/Hillol-672dc784ae763.jpg)
ছবি: সংগৃহীত
অনেক বছর ধরেই পরিবার নিয়ে আমেরিকায় স্থায়ী হয়েছেন অভিনেতা আদনান ফারুক হিল্লোল। নাটকে কাজ না করলেও গত আট বছর ধরে একটি ফুড শো করছেন এ অভিনেতা।
সম্প্রতি দেশে এসেছেন হিল্লোল। এসেই যুক্ত হয়েছেন নতুন কিছু কাজে। কাজগুলো শেষ করেই ১৬ নভেম্বর ফিরে যাবেন বলে জানিয়েছেন তিনি। কাজ প্রসঙ্গে হিল্লোল বলেন, ‘‘দেশে ফিরেই ‘দেশি স্বাদ’ নামে একটি অনুষ্ঠানের শুটিং করছি। এটি একটি ফুড শো। দেশের বিভিন্ন অঞ্চলের প্রসিদ্ধ খাবারগুলোর রেসিপি নিয়ে অনুষ্ঠান।
প্রাথমিক পর্যায়ে একটি সিজনের শুট করছি। প্রথম সিজনে থাকবে ৬টি পর্ব। অনুষ্ঠানটি টিভি চ্যানেলে প্রচার হতে পারে, তবে অনলাইন বা ইউটিউব চ্যানেলে রিলিজ করাই মূল লক্ষ্য।”
এছাড়া এ অভিনেতা একটি বিজ্ঞাপনের কাজের সঙ্গেও যুক্ত হয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অমিতাভ রেজার একটা বিজ্ঞাপনের কিছু অংশের কাজ করেছি। এর একটা অংশের শুটিং হচ্ছে বাংলাদেশে, বাকি অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রে।’ নাটকে অভিনয় প্রসঙ্গে এ অভিনেতা বলেন, ‘নিউইয়র্কে কাজের ব্যস্ততা বেশি থাকায়, অভিনয়ের জন্য সময় বের করতে পারি না। তবে অভিনয় করব না বা ইচ্ছা নেই, তা বলব না।’