Logo
Logo
×

আনন্দ নগর

বিপিএলে জেমসের পারফর্ম অনিশ্চিত

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিপিএলে জেমসের পারফর্ম অনিশ্চিত

ছবি: সংগৃহীত

দেশি ক্রিকেটের অন্যতম ফ্র্যাঞ্চাইজি লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-২০২৪-এর আসর শুরু হবে ৩০ ডিসেম্বর। ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে বিপিএলের ড্রাফট। কোন ক্রিকেটার কোন দলে খেলবেন তা নির্ধারণ হয়ে গেছে। এবার শুধু আসর শুরুর পালা। উদ্বোধন আয়োজন নিয়েও ব্যস্ত আয়োজকরা।

অন্তর্বর্তী সরকারের উদ্যোগে জাঁকজমক আয়োজন হতে যাচ্ছে বিপিএলের ১১তম আসর। উদ্বোধনী আয়োজনে হাজির হবেন একাধিক আন্তর্জাতিক তারকা। শোনা যাচ্ছে, অনুষ্ঠানে পারফর্ম করবেন পাকিস্তানি গায়ক রাহাত ফাতেহ আলি খান। একই মঞ্চে পারফর্ম করবেন বাংলাদেশের রকস্টার নগরবাউলখ্যাত জেমস-এমন খবরও জানা গেছে।

এর আগে ২০২৩ সালে আয়োজিত বিপিএলের সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন জেমস। জনপ্রিয় এ শিল্পী মঞ্চে উঠতেই দর্শক-শ্রোতার চিৎকারে মুখরিত হয়ে পড়ে গোটা স্টেডিয়াম। তাই এবারের আসরেও গান শোনাবেন জেমস, এ খবরে ভক্তদের মধ্যে এক ধরনের উত্তেজনা দেখা যায়।

প্রিয় শিল্পীর অংশগ্রহণে উদ্বোধনী অনুষ্ঠান আরও জমকালো হবে বলেও প্রত্যাশা করেন ভক্তরা। কিন্তু জেমসের গান গাওয়ার বিষয়টি সত্যি নাকি গুজব এ বিষয়ে রয়েছে ধোঁয়াশা। কারণ, এখনো কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এছাড়া জেমসের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে নিশ্চয়তা মেলেনি। খবরের সত্যতা জানতে যোগাযোগ করা হলে জেমসের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন যুগান্তরকে বলেন, ‘এ বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগই করেনি বিপিএল কর্তৃপক্ষ। তাহলে আমাদের পারফর্ম করার বিষয়টি আসবে কোথা থেকে। কেউ ইচ্ছাকৃত এমন গুজব ছড়াচ্ছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম