Logo
Logo
×

আনন্দ নগর

কার ওপর বিরক্ত ঐশী?

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কার ওপর বিরক্ত ঐশী?

ফাতিমা তুয যাহরা ঐশী।

সংগীতশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। গানে পরিচিতি পেলেও তার আরও একটি পেশা রয়েছে। তিনি একজন চিকিৎসক। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক প্রতিক্রিয়া ব্যক্ত করে একটি পোস্ট দেন এ শিল্পী। যেখানে লেখেন, এখন তথাকথিত হিট, ভাইরাল হয় আর টাকা কামায় কারা? যারা মাদকাসক্ত হয়ে ভিডিও বানায় তারা, যাদের কোনো স্কিল নাই তারা, শিক্ষা-দীক্ষা-একাডেমিক যোগ্যতা নেই তারা।

ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে বা পড়াশোনা করে কোনো লাভ নেই এই যুগে, এরা এখন ফকির। ড্রাইভারের বেতনও ডাক্তারের চেয়ে বেশি। আবার শুনি মেডিকেল অ্যাসিস্টেন্টও এখন ডাক্তার পদবি চায়। এত সোজা এমবিবিএস-এর সমান যোগ্যতা অর্জন? নিজের জীবন বিসর্জন দিয়ে ডাক্তার হয় মানুষ। এত সস্তা!’

ঐশীর এমন পোস্টে নেটিজেনদের প্রতিক্রিয়া লক্ষ করা যায়। এ প্রসঙ্গে জানতে চাইলে ঐশী বলেন, ‘বর্তমানে আমরা এমন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, যেখানে সুস্থ ও সুন্দরভাবে কাজের স্বপ্ন যারা দেখেন তাদের গলা টিপে হত্যা করা হচ্ছে। তাতে করে একটি মেধাশূন্য জাতি তৈরি হবে ভবিষ্যতে। পরিবেশ বাধ্য করছে আজ কিছু কথা বলতে। যারা ভালো কাজ করতে চায়, কিছু লোক তাদের বদনাম করে। আর যারা আসল কাজ বাদ দিয়ে বেহায়াপনা নিয়ে মত্ত তাদের প্রশংসা করছে।

গান বাজনার কথা বাদই দিলাম। অন্য পেশাতেও একই অবস্থা। কিছু কিছু লোকের ভাষা এমন যে, সবকিছুই আমরা খুব সহজেই করছি। কিন্তু এর পেছনে যে কতটা শ্রম ও মেধা দিতে হয়েছে তা কেউ বুঝতে চায় না। ভালো গান দিলেও শোনে না, বলে আরও মসলা লাগবে। আবার মসলা দিলে বলে, বেশি হয়ে গেছে। ভালোকে কালো বলে, কালোকে বলে বিউটিফুল। এভাবে চলতে থাকলে সুস্থ ও সুন্দরের চর্চা একদিন থাকবে না।’ তবে কাকে ইঙ্গিত করে এমন পোস্ট বা কেনই এত ক্ষোভ উগড়ে দিলেন, এ বিষয়ে কিছুই খোলাসা করেননি এ শিল্পী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম