Logo
Logo
×

আনন্দ নগর

বিটিভি ও বেতারে অনুষ্ঠানের আমন্ত্রণ ফিরিয়ে দিলেন আসিফ আকবর

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিটিভি ও বেতারে অনুষ্ঠানের আমন্ত্রণ ফিরিয়ে দিলেন আসিফ আকবর

ফাইল ছবি

আওয়ামী সরকারের শাসনামলে কালো তালিকাভুক্ত শিল্পীর তালিকায় ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে গত ১৬ বছর নিষিদ্ধ ছিলেন তিনি। সরকারের পালাবদলের পর নতুন করে রাষ্ট্রীয় এ দুই সম্প্রচার মাধ্যম থেকে আমন্ত্রণ পেয়েছেন আসিফ। তবে বিনয়ের সঙ্গেই তা ফিরিয়ে দিয়েছেন। আসিফ বলেন, ‘কিছু শুভাকাঙ্ক্ষী বেতারে আছেন যারা গত ষোলো বছর আমার গান চালাতে চাইত, পারত না। এখন পারছে।

বেতারের এক কর্মী যখন আমাকে দাওয়াত দিল অনুষ্ঠানে যোগ দিতে, তাদের বিনয়ী প্রস্তাব ফিরিয়ে দিতেই হলো।’ বিটিভি থেকে ফোন পেয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ টেলিভিশন থেকেও ফোন পেয়েছি। প্রোগ্রাম প্রডিউসার বলেছে, আপনাকে নিয়ে নতুনভাবে শুরু করতে চাই। তাকেও বিনয়ের সঙ্গে নিষেধ করে দিয়েছি।’

আমন্ত্রণ ফিরিয়ে দেওয়ার কারণ জানিয়ে আসিফ বলেন, ‘গান গাওয়া আমার পেশা, মঞ্চে গাইব আর অল্প কয়েকটা বছর। কোটি মানুষ আমাকে ভালোবাসে, তাদের সামনে গাইবার ইচ্ছা আছে, নিশ্চয়ই তারাও বঞ্চিত হয়েছে! বেতার, বিটিভিতে আমার জায়গায় সুযোগ পাবে অন্য কেউ একজন, সেখানেই আনন্দ খুঁজে নেব।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম