Logo
Logo
×

টালিউড

‘আমি রেপ করিনি, খুনও করিনি’, কাকে বললেন স্বস্তিকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৩ এএম

‘আমি রেপ করিনি, খুনও করিনি’, কাকে বললেন স্বস্তিকা

আরজি করকাণ্ডের নির্যাতিতার বিচার চেয়ে লাগাতার পথে নেমেছেন টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। কখনো রাত দখলে শামিল হচ্ছেন, কখনো ছুটে গেছেন মহামিছিলে, আবার কখনো অন্যত্র। কিন্তু এরই মাঝেই ভাইরাল হয়ে যায় প্রতিবাদে গিয়ে হাসিমুখে তোলা তার বেশ কয়েকটি ছবি। আর সামাজিকমাধ্যমে এ সমালোচনার মুখেই ট্রোল্ড পালটা জবাব দিলেন অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমস সূত্রে জানা যায়, আরজি করকাণ্ডের নির্যাতিতার বিচার চেয়ে লাগাতার আন্দোলনে মাঠে আছেন টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। কখনো রাত দখলে শামিল, আবার কখনো মহামিছিলে প্রতিবাদে যোগ দিচ্ছেন তিনি। এসবের প্রতিবাদ করতে গিয়ে হাসিমুখে তোলা তার বেশ কয়েকটি ছবি ভাইরাল হতেই ট্রোলের মুখে পড়েন এ অভিনেত্রী?

মঙ্গলবার তিনি শোভাবাজার চত্বরে একটি জমায়েতে গিয়েছিলেন। সেখানেই তাকে লেখিকা তথা রূপান্তরকামী নারী অ্যাক্টিভিস্ট বন্যা করসহ অন্যদের সঙ্গে হাসিমুখে ছবি তুলতে দেখা যায়। সেই ছবি নিয়ে তাকে কটাক্ষ করা হলে স্বস্তিকা এর জবাব দেন— 'আমি সন্দীপ ঘোষ নই। আমি রেপ করিনি। আমি খুনও করিনি। রাস্তায় নেমে ১৫ ঘণ্টা ধরে প্রতিবাদরত নারী বা পুরুষদের সারাক্ষণ মুখ গম্ভীর করে থাকতে হবে, সেই নিয়মটা কে বানাল? আর কোনো নিয়ম মানব না। যেভাবে মনে হবে, সেভাবেই রাস্তায় নামব— দিনে এবং রাতে।'

তিনি আরও লিখেছেন— এরা আমার অপরিচিত। এদের সবার সঙ্গে আজকে আলাপ হলো। কত অচেনা মানুষ চেনা হয়ে উঠছে। বেশ করেছি, হেসেছি। স্বস্তিকা বলেন, যারা ২০ দিন ধরে রোজ জেগে আছে, তারা যেভাবে ভালো থাকার হোক, থাকুক। যে যেভাবে প্রতিবাদ করার, করুক। হেসে বা না হেসে। এই নিয়েও আবার কণ্ঠ তুলতে হচ্ছে— সত্যি কী দুঃসময়?' অভিনেত্রীর ট্রোলারদের উদ্দেশ্যে সাফ উত্তর— 'যা যত ট্রোল করবি কর। হেসে হেসেই প্রতিবাদ করব। তোরা বাড়িতে বসে ফেসবুক ফেসবুক খেলা কর।'

স্বস্তিকা এদিন আরও একটি পোস্টে লেখেন, ‘যারা হেসেছি বলে ট্রোল করতে ব্যস্ত, তারা কেউ একবারও জিজেস করল না, কিন্তু যে এতগুলো মেয়ে রাস্তায়, শ্যামবাজার মোড়ে তারা বাথরুম কোথায় যাবে? কারুর পিরিয়ড হলে কোথায় প্যাডের ব্যবস্থা হবে? ছি! ছি!— এসব একদম ভাববেন না।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম