![‘দাদাগিরি’, ‘সারেগামাপা’র শুটিং সেটে আগুন](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/04/22/image-797422-1713788042.jpg)
ওপার বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’, ‘দিদি নাম্বার ওয়ান’ ও ‘সারেগামাপা’র শুটিং সেটে ভয়াবহ আগুন লেগেছে। সোমবার বেলা সাড়ে ১১টায় রাজারহাটের ডিআরআর স্টুডিওতে এ আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর আনন্দবাজার অনলাইনের।
জানা যায়, প্রথমে স্টুডিওর একটি মেকআপভ্যানে আগুন লাগে। সেই আগুন পাশের মেকআপভ্যানেও ছড়িয়ে যায়। পাশের একটি টিনশেডেও আগুনের আঁচ যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গেই আতঙ্ক সৃষ্টি হয়। স্টুডিওতে থাকা লোকজন ও স্থানীয়রা ছুটে যান। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।
প্রাথমিকভাবে কয়েকজন পাশের পুকুর থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ফায়ার সার্ভিস আসতে আসতে দুটি মেকআপভ্যান পুড়ে ছাই হয়ে যায়। এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে, মেকআপভ্যানের এসি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিভাবে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হবে।
এ স্টুডিওতে ‘দাদাগিরি’, ‘দিদি নাম্বার ওয়ান’-এর শোয়ের শুটিংও হয়। আজ ‘সারেগামাপা’ শোয়ের শুটিং হওয়ার কথা ছিল; কিন্তু তা বাতিল করা হয়েছে।