ফাইল ছবি
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘দুর্গরহস্য’ অবলম্বনে সৃজিত মুখার্জি নির্মাণ করছেন ‘ব্যোমকেশ দুর্গরহস্য’। ভারতের মধ্যপ্রদেশের একটি জঙ্গলে এখন এ সিনেমার শুটিং চলছে। শোনা যাচ্ছে মৌমাছি-বাঘসহ কিছু হিংস্র কীট-পতঙ্গ এবং পশুর উপদ্রব রয়েছে সেই জঙ্গলে। ইতোমধ্যে মৌমাছির কামড়ে অবস্থা খারাপ সৃজিত ও তার শুটিং টিমের। বুধবার এ ঘটনা ঘটে। সব মিলিয়ে শুটিং করা যেন অ্যাডভেঞ্চারে পরিণত হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।
প্রতিবেদনে বলা হয়েছে, কোনো কারণ ছাড়াই মৌমাছির বড় একটি দল ইউনিটের দিকে ধেয়ে আসে। সৃজিত এবং সৌমিকসহ টিমের কয়েকজনকে মৌমাছি হুল ফুটিয়েছে। সৃজিতের কান ফুলে ঢোল। শোচনীয় অবস্থা চিত্রগ্রাহক সৌমিকের। মৌমাছি কামড়ানোর পর সবাই ব্যথায় নাজেহাল হয়ে পড়েন। এজন্য কিছুক্ষণ বন্ধ ছিল সিনেমাটির শুটিং।
এ সিরিজে সত্যান্বেষীর ভূমিকায় দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। সত্যবতী সোহিনী সরকার। অজিত চরিত্রে দেখা যাবে রাহুল অরুণোদয় ব্যানার্জিকে। আগামী আগস্টে মুক্তি পাবে সৃজিতের ব্যোমকেশ সিরিজ।