Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

মৃত্যু ছন্দময়

Icon

নাজিয়া আফরিন

প্রকাশ: ২৮ জুন ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেখেছি প্রচণ্ড কোলাহলে নিশ্চুপ একাকিত্ব,

শীতের হিম কাঁপুনিতেও নিঃস্ব পাগলের উলঙ্গ দেহ।

প্রেমমাখা ঘরেও থাকে অসহ্য সন্দেহের বিষ কাঁটা,

দেখলাম, উচ্ছল হাসির ফাঁকেও জল টলমলে কেহ।

রজনীগন্ধার গুচ্ছও ঘ্রাণের শেষে পচে দুর্গন্ধ ছড়ায়,

দিনের উজ্জ্বল সূর্যটিও রাতের মায়ায় তেজ হারায়।

কখনো বেদনার অশ্রুও শান্তির হয়,

হৃদয়ের আলিঙ্গনও কখনো বা মিছে মোহময়।

সময়ের কাজও কখনো হয় অসময়ে,

আলোকোজ্জ্বল উৎসবও কখনো আঁধারের কারণ হয়,

সবটা জীবনের হিসাব না মিলিয়ে,

বরং মৃত্যুই হোক ছন্দময়, মৃত্যুটাই হোক ছন্দময়।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম