Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

নন্দলাল প্রেমিক

Icon

ইমরান মাহফুজ

প্রকাশ: ২৮ জুন ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তুমি আমায় ভালোবাস।

প্রচার করো লোকমুখে, ভালো চাও;

প্রাত্যহিক গোপনে দাঁড়িয়ে কামনা করো কল্যাণ।

খসড়া মায়াবিস্তার! ছুটির দিনেও থাকো অধরা, তবু-

আমি পাগল মনে হাসি, বন্ধুদের সঙ্গে গল্প করি।

দিন যায়, থাকে না কথা! আমার হুঁশ ফিরে আসে।

জলের মতো ঘুরো না, দেবতার কান ঘেঁষে থাকো

মন মাতিয়ে সামনে এলে, খামখেয়ালে নিরস চলো-

বিপদে সমুদ্র দূর, সরল দোলকে আলপনা আঁকো প্রান্তে

আমি টের পাই, অনুভব করি, কর্পোরেট প্রিয় কী জিনিস...

তুমি এক নন্দলাল প্রেমিক, ভালোবাসো, কাছে আসো না!

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম