Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

ঠিকানা

Icon

শেফালী সোহেল

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বৃষ্টির স্তব্ধ ঠোঁটে মৃত্যুর প্রসূন

দুয়ারে ঠায় দাঁড়িয়ে একা

আকাশ ভরা পূর্ণিমার জ্যোৎস্না

নিস্তব্ধতা ভেদ করে ঝরঝরে ঝরে পড়ছে

আমার আঁচল ভরে।

ভালোবাসার নিমিত্তে আমি করেছি বিসর্জন

আমার মন, আমার প্রাণ, আমার সত্তা

আজ আমি নিঃস্ব সর্বহারা

আমার কণ্ঠস্বরে কে কথা বলে?

রে পথিক!

হৃদয় কেঁপে আকাশ ফেটে

মেঘের গর্জন ফুলেফেঁপে ওঠে

ওই দূর-দূরান্তে নবদিগন্তে

আহত বলাকার অশ্রুসজল চোখ

ঠিকরে ওঠে

জ্বলন্ত আগরবাতির সুগন্ধি পেয়ালাদানি সাজানো

ঘরময় ম ম ঘ্রাণের আবেশ

জানালায় মরার দৃষ্টি আটকে যায়, অষ্টপদি

আমার চিন্তার মোহনায় ছেদ পড়ে

ঊড়ির পাশে ঝোপের আড়ালে আশ্রয়স্থল

তরুলতার কল্লোলের হিল্লোল।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম