Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

চিন্তা

Icon

কামরুল আলম সিদ্দিকী

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কয়দিনগো বালা আর থাকবা,

দেহনা ফাগুইন্যা বন্দে মানুষ নাই উগলা;

খালি বিতরডা সায়রের লাহান খালি খালি লাগে,

কই জানি কী ওইয়্যা যায়!

গতরে জঙলি দেও

খাড়া দুফুরে ছইতে আয়ে রূপবান ওইয়া,

শনি-মঙ্গল ছাড়াই বোমা বোমা হিল ফরে

খালি নমশুদ গাঁও!

বামন উইত্যা উইত্যা ফটকা চুমন্তে

লাভের নিকাশ করে আধমরা মাথা গইন্যা গইন্যা!

লোকে কয়,

দেহনা লোকের খালি খরখরা চুল উড়ে

তেন্দইরা ঝড়ে,

বটগাছ জর ছাইড়া আরো বড় অয় বাইনযা শহরে,

কী সুন্দর চান্নির দেশে,

রমজানের চান্দে জঙলি দেও ঘুরে

রূপবান অইয়া...

কয়দিনগো বালা আর থাকবা

আল্লা জানে!

খালি বিতরডা সায়রের লাহান খালি খালি লাগে,

হুগনার চাডুনি গনা যায়, আইজ নিজঝুম রাইতে!

মাইনকা কয়না কতা খাইনকার চিপাতে!

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম