Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

জলের যে পুত

Icon

সাইয়্যিদ মঞ্জু

প্রকাশ: ৩১ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যখন দণ্ডিত হয় সমুদ্র নদীর বেহুদা কীর্তনে

আমার কবিতা

নিজের ভেতর পীড়াপীড়ি করে ব্যক্তিগত

কিছু শরমভরম

কোনো ঘুমে দেখিনি তো কবি হব এ-ই স্বপ্ন

অন্তরে অদ্ভুত অনুভূতিগুলো জলচর হয়ে

নদী ও সমুদ্র বুকে অবিনিশি করে বিচরণ

বিধবার দীর্ঘশ্বাস অথবা বিধ্বস্ত উপকূল

বাদবাকি ম্যানগ্রোভে স্বরলিপি নিধনের সুর

চর, দ্বীপ, বিস্তীর্ণ সৈকতজুড়ে সমস্ত কুহক

অকূল পৃষ্ঠায় কখনো উড়ুক্কু কখনো শুশুক

কখনো কাছিম হয়ে জেলিফিশ খাই

তোমাদের যত-

তুচ্ছতাচ্ছিল্যতা আমার মঙ্গলময় সহগামী

জলের যে পুত জানে বহুমুখী স্রোতের গন্তব্য

মাছ বংশধরে তিন ভাগ বাদবাকি এক ভাগ...

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম