Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

বেঁচে নেই

Icon

আসাদুল্লাহ্

প্রকাশ: ৩১ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অন্ন বস্ত্র স্ত্রী সন্তান বাসস্থান

সমাজ ও ভবিষ্যৎ নামীয় শেকলে বাঁধা ছিলাম।

আমি দিব্যি অফিস করেছি, ওয়ার্কশপে গিয়েছি

মাথাদের সাথে সভা-সেমিনার কত কি করেছি

দেশের হয়ে বিদেশে সফর করেছি

আদতে তখন আমি শেকলের খোয়াড়ে ছাড়া।

আমার আমি বদলে গেছে ইতোমধ্যে

মুক্তপক্ষ বিহঙ্গের মতো এখন স্বাধীন মুক্তকণ্ঠ;

তবু

আমার প্রিয়ার চুমুর কসম

নষ্টদের সংক্রমণে আমি বেঁচে নেই।

আরেক পরকালের ত্রস্তদাহে বাকপ্রতিবন্ধী

ভ্রষ্ট ভণ্ডদের মেলে স্বাতন্ত্র্যহারা আমিও ভণ্ড

ভণ্ডই তো আছে কেউ ভলো কিংবা বেঁচে?

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম