Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

মাধুরীর গান

Icon

সোহরাব পাশা

প্রকাশ: ৩১ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দীর্ঘকাল-কালের অসুখ

অগ্নিফুলে নির্জন উদ্যান,

হাতে নেই কার্ল মার্ক্সের উজ্জ্বল ঘড়ি

আয়নাগুলি পড়ছে নিয়তই ভুল

মানুষের মুখ;

দিনগুলি ছিন্নমূল

বাসা বদলের ভিড়ে-

অস্থির হলুদ স্বপ্ন বিষণ্ন শহর

জীবনানন্দ শব্দহীন অন্ধকারে,

পার্কের নির্জন বেঞ্চে মাধুরীর গল্প ওড়ে

মাধুরী কারও নয়-শুধু পৃথিবীর

সে কেবল দীর্ঘশ্বাসের মতো সুন্দর

বিনিদ্র রাত্রির গান;

কোথাও শুয়ে আছে রূপসী আগুন

গোপনে ছুঁয়েছে কেউ গোলাপি নিশ্বাস

সে এক সুগন্ধি সাবান-সমকালীন

রঙিন হাওয়ার ওড়াউড়ি,

নির্জন মাধুরী পৃথিবীতে সবচে’ সুখি ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম