Logo
Logo
×

নগর-মহানগর

নির্বাচনি শত্রুতা

পাথরঘাটায় ১ ব্যক্তিকে কুপিয়ে হত্যা

Icon

যুগান্তর প্রতিবেদন, বরগুনা

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নির্বাচন নিয়ে বিরোধে বরগুনার পাথরঘাটায় শহিদুল ইসলাম হাওলাদার নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শনিবার রাত ২টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শহিদুল ইসলামের মৃত্যু হয়। নিহত জেলে শহিদুল ইসলাম হাওলাদার একই এলাকার বাহার আলী হাওলাদারের ছেলে। এর আগে রাত সাড়ে ১০টায় পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের জ্ঞানপাড়ার একচল্লিশ ঘর এলাকায় শহিদুলের ওপর হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।

শনিবার রাত ১০ টার দিকে জ্ঞানপাড়ার বান্দাঘাটা এলাকা থেকে বাড়িতে আসার পথে মন্নান বিশ্বাসের ছেলে নাসির বিশ্বাস, জাকির বিশ্বাসের ছেলে রুবেল বিশ্বাস, নুরু মল্লিকের ছেলে আব্বাস মল্লিকসহ ৫-৬ জন তাকে কুপিয়ে রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় রাত দেড়টায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতালের চিকিৎসক রাশিদা তানজুম হেনা বলেন, শহিদুল ইসলামের শরীরে ২০টির মতো ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়াও পায়ের রগ কাটা ছিল। এতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রাত ২টার দিকে তার মৃত্যু হয়। নিহত শহিদের স্ত্রী আমেনা বেগ, ভাই ইসমাইল এবং নাসির হাওলাদার বলেন, পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করেই শহিদকে খুন করা হয়েছে। এর আগেও নির্বাচনের জেরে জাকির বিশ্বাস, নাসির বিশ্বাস, রুবেল বিশ্বাস, সোবহান বিশ্বাস, মুসা, ইসা, সোহেল বিশ্বাস, সোহেল, বাবু, আবুল, আলাউদ্দিন, আরাফাতসহ বেশ কয়েকজন মিলে কয়েকদিন আগে শহিদের মেয়ে তানিয়ার ঘর আগুনে পুড়িয়ে দেয়।

পাথরঘাটা থানার ওসি আল মামুন জানান, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কেউ লিখিত অভিযোগ দেয়নি। মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম