Logo
Logo
×

নগর-মহানগর

এরশাদের মৃত্যুবার্ষিকী

রংপুরে জাতীয় পার্টির বিভিন্ন কর্মসূচি

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী পালনে ১৪ জুলাই রংপুরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জাতীয় পার্টি।

এ উপলক্ষ্যে শনিবার রংপুর নগরীর সেন্ট্রাল রোডের জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এক যৌথ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় ১৪ জুলাই রোববার সকাল ৬টায় রংপুর নগরীর দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনিমিতকরণ, সকাল ৬টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে কুরআন তেলওয়াত, এরশাদের বিভিন্ন কর্মসূচির ভাষণ প্রচার, বাদ আসর নগরীর বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় দোয়া মাহফিল, বেলা ১১টায় নগরীর পল্লী নিবাসে সমাধি প্রাঙ্গণে কুরআন তেলওয়াত, এরশাদের বিভিন্ন কর্মসূচির ভাষণ প্রচার, কবর জিয়ারত, দোয়া মাহফিল, আলোচনা সভা ও তবারক বিতরণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পৃথক পৃথকভাবে নানা কর্মসূচি পালন করবে জানা গেছে। জাতীয় পার্টির রংপুর জেলার আহ্বায়ক আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসীর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সদস্য সচিব আব্দুর রাজ্জাক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রংপুর মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি মো. লোকমান হোসেন, মো. জাহেদুল ইসলাম, জাতীয় যুব সংহতি রংপুর জেলার সভাপতি মো. হাসানুজ্জামান নাজিম, মিঠাপুকুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. আনিছুর রহমান আনিস, পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. নুরে আলম যাদু, রংপুর সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. মাসুদ নবী মুন্না, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইউসুফ আহমেদ, জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলার সাধারণ সম্পাদক মো. আরিফ আলী, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি আমিনুল ইসলাম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর আহ্বায়ক মো. ফারুক হোসেন মণ্ডল, জাতীয় মহিলা পার্টি রংপুর জেলার সদস্য সচিব ফেরদৌসী বেগম মালা, জাতীয় মহিলা পার্টি রংপুর মহানগর সদস্য সচিব জেসমিন আখতার, জাতীয় শ্রমিক পার্টির রংপুর মহানগর সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মজাহারুল ইসলাম মন্টু, ইজিবাইক ও অটো জাতীয় শ্রমিক পার্টি রংপুর মহানগর সভাপতি মো. তসলিম উদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা মিলন প্রমুখ। এছাড়া জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের রংপুর জেলা, বিভিন্ন উপজেলা-ইউনিয়ন এবং রংপুর মহানগরের থানা-ওয়ার্ড বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

২০১৯ সালের ১৪ জুলাই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে হুসেইন মুহম্মদ এরশাদ মৃত্যুবরণ করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম