
প্রিন্ট: ৩১ মার্চ ২০২৫, ০৪:৫৭ এএম

আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০১ মার্চ ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
বহুল আলোচিত সিনেমা ‘রাজকুমার’র শুটিং শেষে আমেরিকা থেকে দেশে ফিরেছেন চিত্রনায়ক শাকিব খান। ২৮ ফেব্রুয়ারি ফিরেই আবার গেছেন সাজেক। সেখানে এ সিনেমাটির কিছু প্যাঁচ ওয়ার্কের শুটিং করছেন। আরশাদ আদনান প্রযোজিত ও হিমেল আশরাফ পরিচালিত এ সিনেমাটি রোজার ঈদে মুক্তি দেওয়া হবে। এ সিনেমায় অন্য এক শাকিব খানকে দেখবেন দর্শক-এমনটাই জানিয়েছেন প্রযোজক আরশাদ আদনান। এ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। এদিকে আগামী কিছু দিনের মধ্যেই ‘তুফান’ নামে নতুন একটি সিনেমার শুটিং শুরু করার কথা শাকিব খানের। এটি পরিচালনা করছেন রায়হান রাফি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের তমা মির্জা। চলতি সপ্তাহেই ভারতে শুটিং শুরু হওয়ার কথা। তবে আরও একটি সূত্র জানিয়েছে, যথাসময়ে ‘তুফান’র শুটিং হবে কিনা, বা আদৌ এ সিনেমার হবে কিনা সোটা নিয়েও নাকি সন্দেহ দেখা দিয়েছে। এর কারণ নায়িকা নিয়ে বিভ্রান্তি। কলকাতার মিমি চক্রবর্তীকে নিয়ে শাকিব কাজ করলেও তমা মির্জাকে নিয়ে কাজ করবেন কিনা, এ নিয়ে সংকট তৈরি হয়েছে। এদিকে শাকিব খান অনন্য মামুনের পরিচালনায় শেষ করেছেন ‘দরদ’ সিনেমারও শুটিং।