Logo
Logo
×

টিপস

হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বরে মেসেজ আসা বন্ধ করবেন যেভাবে

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৯ পিএম

হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বরে মেসেজ আসা বন্ধ করবেন যেভাবে

বর্তমান বিশ্বে হোয়াটসঅ্যাপ সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। আর এই অ্যাপটিতে প্রায়ই অপরিচিত নম্বর থেকে মেসেজ বা ভিডিও আসে। অসময়ে অবাঞ্ছিত মেসেজে এলে কার ভালো লাগে? তখন সেই অ্যাকাউন্টে গিয়ে চ্যাট ডিলিট করা, নম্বর ব্লক করা— নানা ধরনের ঝুঁকি তৈরি হয়। 

আবার যদি মুহূর্তের অসতর্কতায় কোনো মেসেজে প্রবেশ করেন অথবা সেখানে পাঠানো কোনো ভুয়া লিঙ্কে ক্লিক করেন, তাহলে আবার প্রতারিত হওয়ার ঝুঁকিও থাকবে। এখন তো জালিয়াতি করার জন্য বিভিন্ন সামাজিক মাধ্যমকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে হ্যাকাররা। তবে তার থেকে যদি অন্য কোনো উপায় খুঁজে পাওয়া যায়, যেন অজানা নম্বর থেকে মেসেজ বা ভিডিও আসা একেবারেই বন্ধ হয়ে যাবে, তাহলে বেশ ভালো হয়।

এবার তেমন ফিচারই নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। এর বিটা ভার্সনে এমন ফিচার আসছে, যেখানে ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টিতে বেশি জোর দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপে গ্রাহকদের সুরক্ষায় ‘টু-ফ্যাক্টর অথেন্টিকেশন’ সিস্টেম চালু রয়েছে। এবার আরও একটি নতুন ফিচার যোগ হতে চলেছে।

নতুন ফিচারটি কী

হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনে অ্যান্ড্রয়েডের ২.২৪ .১৭ .২৪ ভার্সনে নতুন ফিচারটি যোগ করা হচ্ছে বলে খবর। গুগল প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ আপডেট করলে নতুন ফিচারটি পাওয়া যেতে পারে। তবে অ্যান্ড্রয়েডের এই ভার্সনে সবার ফোনে ফিচারটি আপডেট হয়েছে কি না, তা এখনও নিশ্চিত করে জানায়নি হোয়াটসঅ্যাপ। তবে খুব তাড়াতাড়ি সবার এই ফিচারের সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।

নতুন ফিচারটি চালু যা করতে হবে

প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপটি আপডেট করুন। এরপরে হোয়াটসঅ্যাপের ওপরে ডান দিকে ‘থ্রি ডট’ মেনুতে যান। সেখান থেকে ‘সেটিংস’ অপশনে গিয়ে ক্লিক করুন। এবার ‘প্রাইভেসি’ অপশনে যান। এরপর যেতে হবে ‘অ্যাডভান্সড’ অপশনে।

আপনার ফোনের বিটা ভার্সনে যদি ফিচারটি যোগ হয়ে থাকে, তাহলে ‘ব্লক আননোন অ্যাকাউন্ট মেসেজ’ অপশনটি দেখতে পাবেন। এটিতে ক্লিক করলেই অজানা নম্বর থেকে মেসেজ আসা বন্ধ হবে।


Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম