
প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৫, ০২:৪৯ পিএম
বাংলাদেশের কিশোর-কিশোরীদের নিরাপত্তায় টিকটকের নতুন উদ্যোগ

আইটি ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১০:০৬ পিএম

আরও পড়ুন
বাংলাদেশের কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তা জোরদারে বড় পদক্ষেপ নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। অ্যাপটিতে যুক্ত হয়েছে ফ্যামিলি পেয়ারিং টুলের একাধিক নতুন ফিচার, যার মাধ্যমে অভিভাবকরা আরও সহজে ও কার্যকরভাবে তাদের সন্তানদের টিকটক ব্যবহারে নজরদারি ও নিয়ন্ত্রণ করতে পারবেন।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিকটক।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন সংযোজিত ফিচারগুলোর মধ্যে অন্যতম হলো ‘টাইম অ্যাওয়ে’, যা অভিভাবকদের নির্দিষ্ট সময় অনুযায়ী সন্তানদের টিকটক ব্যবহারে স্বয়ংক্রিয়ভাবে বিরতি আনতে সহায়তা করবে। একইসাথে অভিভাবকরা সন্তানদের অ্যাকাউন্টে কি ধরনের কার্যক্রম চলছে, কোন অ্যাকাউন্ট তারা ফলো করছে কিংবা কারা তাদের ফলো করছে, সেগুলোও সহজেই দেখতে পারবেন।
টিকটকের ভাষ্য অনুযায়ী, ব্যবহারকারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে তারা। ফ্যামিলি পেয়ারিং ফিচারের এই নতুন সুবিধাগুলো কিশোর-কিশোরীদের মধ্যে স্বাস্থ্যকর ডিজিটাল অভ্যাস গড়তে সহায়ক হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। তারা আরও জানিয়েছে, একটি নিরাপদ ও ইতিবাচক অনলাইন পরিবেশ তৈরিতে টিকটক সবসময় সচেষ্ট।
টিকটক আরও জানায়, নতুন ফিচারগুলোর পাশাপাশি শিগগিরই চালু করা হবে ‘প্রোঅ্যাকটিভ রিপোর্টিং অ্যালার্ট’ এবং ‘উইন্ড-ডাউন’ নামের আরও দুটি নতুন সুবিধা। এই ফিচার চালু হলে ফ্যামিলি পেয়ারিং ব্যবহার না করেও অভিভাবকরা জানতে পারবেন তাদের সন্তানেরা কী ধরনের ভিডিও রিপোর্ট করেছে। একইসাথে, রাত ১০টার পর টিকটক ব্যবহারের সময় পুরো স্ক্রিনজুড়ে সতর্কবার্তা বা রিমাইন্ডার দেখাবে, যা তাদের বিশ্রামে উৎসাহ দেবে।
এই পদক্ষেপগুলো কিশোর-কিশোরীদের জন্য আরও নিরাপদ এবং নিয়ন্ত্রিত ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করতে ভূমিকা রাখবে বলে মনে করছে টিকটক।