এবার বাড়ির কাজে ঝামেলা কমাতে বাজারে আসছে স্মার্ট রোবট

আইটি ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৯:৩২ এএম

ছবি: সংগৃহীত
বাড়ির কাজের ঝামেলা কমাতে বাজারে এসেছে নানা ধরনের স্মার্ট রোবট। রোবট ভ্যাকুয়ামের মধ্য দিয়ে শুরু হওয়া এ প্রযুক্তি এখন ঘরদোর পরিষ্কার রাখা থেকে শুরু করে বাড়ির নিরাপত্তা নিশ্চিত করার মতো দায়িত্বও নিতে সক্ষম।
হুসকভার্না অটোমোয়ার: যাদের বাড়িতে বাগান রয়েছে, তাদের জন্য ঘাস কাটা একটি ঝামেলাপূর্ণ কাজ। হুসকভার্না অটোমোয়ার এ সমস্যার সমাধান দিতে সক্ষম। এটি একবার সেটআপ করলে নিজেই ঘাস কেটে দেয় এবং চার্জ শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে চার্জিং স্টেশনে ফিরে যায়। অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণযোগ্য এ রোবট শূন্য দশমিক ৪ একর পর্যন্ত জায়গাজুড়ে কাজ করতে পারে।
গ্লাডওয়েল গেকো: উঁচু বা বড় জানালাগুলো পরিষ্কার করা অনেক সময় ঝুঁকিপূর্ণ ও সময়সাপেক্ষ কাজ হয়ে ওঠে। গ্লাডওয়েল গেকো রোবট এ কাজকে সহজ করে তুলেছে। এটি অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় এবং স্বয়ংক্রিয়ভাবে জানালার ওপর চলাচল করে ময়লা পরিষ্কার করতে পারে।
আইবো রোবট পপ: অনেকেই পোষা প্রাণী রাখতে চান, কিন্তু সময় বা যত্নের অভাবে তা সম্ভব হয় না। তাদের জন্য আইবো রোবট পপ একটি চমৎকার বিকল্প। এটি দেখতে ও আচরণে একটি জীবন্ত কুকুর বা বিড়ালের মতো। এটি খেলা করতে পারে, নানা রকম অভিব্যক্তি প্রকাশ করতে পারে এবং মালিকের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে সক্ষম।
ব্রাভা জেট মপ রোবট: বাড়ির মেঝে পরিষ্কার রাখা অনেকের জন্যই কষ্টকর কাজ। ব্রাভা জেট মপ রোবট এ কাজকে সহজ করে দিয়েছে। এটি সাউন্ড ওয়েভ প্রযুক্তি ব্যবহার করে কাঠের মেঝে ও কার্পেট স্ক্রাব করতে পারে। সময় নির্ধারণ করে সেট আপ করা গেলে এটি নির্দিষ্ট সময় অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে মেঝে পরিষ্কার রাখে।
ওজোবট ইভো: শিশুদের জন্য শিক্ষামূলক একটি দারুণ রোবট হলো ওজোবট ইভো। এটি কোডিং শেখাতে সাহায্য করে এবং বিভিন্ন মজার ধাঁধা ও প্রকল্প তৈরিতে সহায়তা করে। এটি শিশুদের প্রযুক্তি সম্পর্কে আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের সৃজনশীলতা বাড়াতেও ভূমিকা রাখে।
বাড়ির কাজে সাহায্যকারী এসব স্মার্ট রোবট আমাদের জীবনকে আরও সহজ ও আরামদায়ক করে তুলছে। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে এ ধরনের রোবটের ব্যবহার আরও বাড়বে, যা ভবিষ্যতে আমাদের দৈনন্দিন কাজকে আরও স্বয়ংক্রিয় ও কার্যকর করে তুলবে।