Logo
Logo
×

আইটি বিশ্ব

মোবাইলের যেসব অ্যাপ চার্জ খরচ করে বেশি

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৫ এএম

মোবাইলের যেসব অ্যাপ চার্জ খরচ করে বেশি

ছবি: সংগৃহীত

মোবাইল ফোন রেখে ঘুমিয়েছেন, সকালে উঠে দেখলেন চার্জ যতটুকু রেখে গিয়েছিলেন তা কমে গেছে। এসময়ে ফোন ব্যবহার তো দূরে, ফোনের স্ক্রিনও অন করেননি। তাহলে কিভাবে এবং কেন চার্জ কমল? 

সুইডেনের অনলাইন পত্রিকা নাইহেডার স্মার্টফোনে ব্যবহৃত জনপ্রিয় অ্যাপগুলোর কার্যক্রম পর্যালোচনা করে দিয়েছে ব্যাখা। সবচেয়ে বেশি ব্যাটারি বেশি খরচ করা কয়েকটি অ্যাপের নামও প্রকাশ করেছে তারা। 

ফোন ব্যবহার না করলেও অনেক সময় ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের ইতিহাস সংগ্রহের জন্য অ্যাপগুলো ফোনের ব্যাকগ্রাউন্ডে চালু থাকে। এই অনুমতি দেন ব্যবহারকারীই। এর ফলে ব্যাটারি খরচ হতে থাকে। তবে বেশি চার্জ খরচ করা অ্যাপের মাঝে আছে দৈনন্দিন প্রায় সব গুরুত্বপূর্ণ অ্যাপ। চাইলেও তাই এসব বাদ রাখা যায় না।

নাইহেডার পত্রিকার মতে, ফোনে সবচেয়ে বেশি ব্যাটারি বেশি খরচ করা অ্যাপগুলো হলো—উবার, ফিটবিট, স্কাইপি, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিন্ডার, বাম্বেল, স্ন্যাপচ্যাট ও হোয়াটসঅ্যাপ।

উত্তরণের উপায়: ব্যাটারির চার্জ বেশি সময় ধরে রাখার জন্য ফোনের সেটিংস অপশন থেকে ব্যাটারির অ্যাডভান্সড সেটিংস পরিবর্তনের পাশাপাশি বেশি ব্যাটারি খরচ করা অ্যাপগুলোর ক্যামেরা, মাইক্রোফোন প্রভৃতির অ্যাকসেস বন্ধ রাখতে হবে। এতে ব্যাটারির চার্জ কম খরচ হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম