Logo
Logo
×

আইটি বিশ্ব

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের লেখার ফন্ট সহজে বদলাবেন যেভাবে

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ১০:৩১ পিএম

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের লেখার ফন্ট সহজে বদলাবেন যেভাবে

স্মার্টফোনের লেখার ফন্ট সহজে বদলে নেওয়া যায়। ফন্ট বদলানোর দুটি পদ্ধতি রয়েছে। এক. ইনবিল্ট কিছু টুল ব্যবহার করে, দুই. থার্ড পার্টি ‘লঞ্চার’ অ্যাপ ব্যবহার করে ফোনের ফন্ট পরিবর্তন করা যায়। তবে থার্ড-পার্টি লঞ্চারে নিরাপত্তা ঝুঁকি থাকে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

অ্যনাড্রয়েড নির্মাতা প্রতিটি কোম্পানির ফন্ট কাস্টমাইজ করার নিজস্ব ধরন আছে। ডিভাইস ও অ্যান্ড্রয়েড সংস্করণের ওপর নির্ভর করে কিছু ফোনে শুধু ফন্টের আকার ও ওজন, অর্থাৎ অক্ষরগুলো কতটা লম্বা-চওড়া দেখাবে সেটি পরিবর্তন করা যায় বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট অ্যান্ড্রয়েড পুলিশ।

তবে বেশিরভাগ আধুনিক ফোনে ফন্ট পুরোপুরি বদলে ফেলার সুযোগ রয়েছে। চলুন জেনে নেওয়া যাক কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ডিভাইসে কীভাবে ইনবিল্ট বা অভ্যন্তরীণ টুল ব্যবহার করে ফন্ট পরিবর্তন করবেন।

স্যামসাং

অন্যতম জনপ্রিয় ফোন নির্মাতা হিসেবে, স্যামসাং ফোনে বিস্তৃত সব ফিচার রয়েছে ফন্ট পরিবর্তনের ক্ষেত্রে। এ ছাড়া, কোম্পানির নিজস্ব গ্যালাক্সি স্টোর থেকে পছন্দ অনুসারে ফন্ট ডাউনলোডও করে নিতে পারবেন।

১. ফোনের সেটিংস-এ যান এবং ‘ডিসপ্লে’ অপশনে চাপুন।

২. ‘ফন্ট সাইজ অ্যান্ড স্টাইল’ অপশনটি বেছে নিন।

৩. পরের পেইজে ফন্ট পরিবর্তন করতে ‘ফন্ট স্টাইল’-এ চাপুন। আগেই ফোনে রয়েছে এমন ফন্ট বেছে নিতে পারেন বা নতুন ফন্টও ডাউনলোড করতে পারেন।

৪. একটি টগল পাবেন, সেটি চাপ দিয়ে লেখা বোল্ড করুন। আর স্লাইডার টেনে লেখার আকার পরিবর্তন করুন।

নতুন ফন্ট ডাউনলোড করার জন্য, ফন্ট স্টাইল অপশনে গিয়ে ডাউনলোড ফন্টস বোতামে চাপুন। স্যামসাং গ্যালাক্সি স্টোরে প্রবেশ করে লগইন করুন। স্টোর থেকে পছন্দের ফন্ট খুঁজুন, পেয়ে গেলে ফন্টের পাশে ‘ডাউনলোড আইকন’-এ চাপ দিন।

ওয়ানপ্লাস

ওয়ানপ্লাস ফোনে ফন্ট পরিবর্তন করা গেলেও স্যামসাং-এর মতো বিস্তৃত অপশন নেই।

১. প্রথমে ওয়ানপ্লাস ফোনে সেটিংস অপশনে যান।

২. ‘ওয়ালপেপার অ্যান্ড স্টাইল’ অপশনটি বেছে নিন।

৩. ‘ফন্ট’ অপশনে চাপুন।

৪. ফন্ট স্টাইল ও সাইজ পরিবর্তন করে, ‘অ্যাপ্লাই’ অপশনে চাপ দিন।

পিক্সেল

পিক্সেল ফোনে সরাসরি ফন্ট ফেইস বা ফন্টের ধরন পরিবর্তন করা যায় না। তবে, পিক্সেল এ একটি ‘হাই কন্ট্রাস্ট টেক্সট’ অপশন রয়েছে যা আর কোনো ফোনে নেই বলে লিখেছে অ্যান্ড্রয়েড পুলিস। ফিচারটি ফোনের লেখা কালো বা সাদা করে দেয়। আর কিছু ক্ষেত্রে, লেখা আরও দৃশ্যমান করতে চারপাশে স্ট্রোক বা রেখা টেনে দেয়।

১. ফোনের সেটিংস অপশনে যান। নিচে স্ক্রল করে ‘ডিসপ্লে’ অপশনটি বেছে নিন।

২. পরের পেইজে ‘ডিসপ্লে সাইজ অ্যান্ড টেক্সট’ অপশনে চাপুন।

৩. এখান থেকে ডিসপ্লে’র আকার, লেখা বোল্ড করতে পারবেন। পাশাপাশি, হাই কন্ট্রাস্ট অপশনটিও চালু করে নিতে পারবেন।

শাওমি

থিমস অ্যাপ বা সেটিংস মেনু ব্যবহার করে শাওমি ডিভাইসের ফন্ট স্টাইল পরিবর্তন করতে পারেন।

১. হোম স্ক্রিন থেকে থিমস অ্যাপটি চালু করুন।

২. ‘ফন্টস’ সেকশনে চাপ দিন।

৩. ব্রাউজ করে নিজের পছন্দের ফন্ট বেছে নিন। বেছে নেওয়ার পর ‘অ্যাপ্লাই’ অপশনে চাপ দিন।

সেটিংস অ্যাপ

১. সেটিংস অ্যাপ চালু করে ‘ডিসপ্লে’ অপশনে যান।

২. ‘ফন্ট’ অপশনটি বেছে নিন। এটি থিমস অ্যাপের ফন্ট সেকশন চালু করবে।

৩. একইভাবে পছন্দের ফন্ট খুঁজে বেছে নিন এবং অ্যাপ্লাই অপশনে চাপ দিন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম