Logo
Logo
×

আইটি বিশ্ব

এক্সে চালু হলো এআই প্রযুক্তির স্টোরিজ

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৪, ০৫:৩৭ পিএম

এক্সে চালু হলো এআই প্রযুক্তির স্টোরিজ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘স্টোরিজ’ সুবিধা চালু করেছে এক্স (সাবেক টুইটার)। ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জারে চালু থাকা স্টোরিজের তুলনায় ভিন্নভাবে কাজ করবে এক্সের এই স্টোরিজ সুবিধা। 

এক্সের তথ্যমতে, ব্যবহারকারীদের হালনাগাদ বিভিন্ন বার্তা বা পোস্টের সারাংশ স্টোরিজ আকারে লিখে দেবে ‘গ্রক’ এআই চ্যাটবট। ফলে ব্যবহারকারীরা দ্রুত স্টোরিজ পোস্ট করতে পারবেন।

এক্স জানিয়েছে, এক্সে চালু হওয়া স্টোরিজ সুবিধায় গ্রক এআই চ্যাটবট ব্যবহার করা হবে। ফলে গ্রক চ্যাটবটের মাধ্যমে সহজেই নিজেদের প্রকাশ করা বিভিন্ন পোস্টের সারাংশ তৈরি করতে পারবেন ব্যবহারকারীরা। 

প্রাথমিকভাবে প্রিমিয়াম গ্রাহকেরা এক্সের ওয়েব ও আইওস সংস্করণে এ সুবিধা ব্যবহার করতে পারবেন। এক্সের এক্সপ্লোর ট্যাব থেকে সহজেই স্টোরিজ সুবিধা ব্যবহার করা যাবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম