Logo
Logo
×

আইটি বিশ্ব

ফের বিভ্রাটের মুখে ফেসবুক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪, ০২:৫৮ পিএম

ফের বিভ্রাটের মুখে ফেসবুক

ফেসবুক

বাংলাদেশসহ গোটা বিশ্বে আবারও বিভ্রাটের মুখে পড়েছে মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা থেকে এ বিষয়ে অভিযোগ আসতে শুরু করে বিভ্রাট ট্র্যাক করা ওয়েবসাইট ডাউনডিটেক্টরে।

এখানে ৫৪ শতাংশ অভিযোগ করেছেন অ্যাপের নিস্ক্রিয়তা নিয়ে, ২৫ শতাংশ ওয়েবসাইটে প্রবেশ করতে না পারা নিয়ে এবং ২১ শতাংশ প্রোফাইল দেখতে পাচ্ছিলেন না। 

এ বিষয়ে এখনো কোনো বিবৃতি প্রকাশ করেনি মেটা।

ডাউনডিটেক্টরে পোস্ট করা মন্তব্যে কেউ কেউ একে ওয়াইফাইয়ের সমস্যা হিসেবে ধরে নিয়েছিলেন। আবার কেউ বলছেন, তারা বন্ধুদের ফিড দেখতে পাচ্ছেন না। আবার অনেকে বলছেন, ফেসবুকের বিভিন্ন পোস্ট মুছে যাচ্ছে।

এর আগে গত ৩ এপ্রিল কিছু সময়ের জন্য অফলাইনে চলে গিয়েছিল মেটার তিন পরিষেবা ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ফেসবুক।

এমনকি মাসখানেক আগেও কারিগরি ত্রুটির কারণে গোটা বিশ্বে বড় বিভ্রাটের মুখে পড়েছিল ফেসবুক। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম