Logo
Logo
×

খেলা

বিদায়ী ম্যাচে সম্মাননা পেলেন ডেভিড বুন

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১১:৩৯ এএম

বিদায়ী ম্যাচে সম্মাননা পেলেন ডেভিড বুন

ছবি: বিসিবি

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে তানজিম হাসান সাকিবের, আজই টেস্টের ক্যাপ পেয়েছেন জিম্বাবুয়ের ভিনসেন্ট মাসেকেসা। দুজনের যখন নতুন শুরু, তখন শেষের বাঁশি বাজিয়েছেন ডেভিড বুন। বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টই তার আম্পায়ারিং ক্যারিয়ারে শেষ ম্যাচ।

অস্ট্রেলিয়ান কিংবদন্তির বিদায়ী দিনে আইসিসির স্মারক তুলে দিয়েছে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। টসের এ সময় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবোরোর পাশে ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক ও অন্যরা। তারা করতালির মাধ্যমে সম্মান জানান বুনকে।

অস্ট্রেলিয়ার হয়ে ১৯৮৭ বিশ্বকাপ জেতা ডেভিড বুন ২০১১ সাল থেকে ম্যাচ অফিশিয়াল হিসেবে যাত্রা শুরু করেন। চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি টানছেন। বাংলাদেশ-জিম্বাবুয়ে এই ম্যাচ নিয়ে পর্যন্ত মোট ৮৭তম টেস্ট, ১৮৩টি ওয়ানডে ও ১১৯ টি-টোয়েন্টিতে ম্যাচ রেফারির দায়িত্বে থেকেছেন ডেভিড বুন। এবং এটিই এই ভূমিকায় তার শেষ উপস্থিতি।

ডেভিড বুন ১০৭টি টেস্ট এবং ১৮১টি ওয়ানডে খেলেছেন, ১৯৮৭ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। ওই বিশ্বকাপের ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচের সম্মাননাও অর্জন করেছেন। এবার ক্রিকেট থেকে কিংবদন্তি বুনের ছুটি। 

ডেভিড বুন চট্টগ্রাম টেস্ট জিম্বাবুয়ে বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম